ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

সালমান বাটের আহ্বান : কঠিন সময়ে বাবর-রিজওয়ানের পাশে দাঁড়ান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সালমান বাটের আহ্বান : কঠিন সময়ে বাবর-রিজওয়ানের পাশে দাঁড়ান

পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট দেশের ক্রিকেটের কঠিন সময়ে জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের পাশে দাঁড়ানোর জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

ডিজিটাল প্ল্যাটফর্মকে দেওয়া সাক্ষাৎকারে বাট জাতীয় দলের মধ্যে পারফরম্যান্সভিত্তিক মনোভাব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আর  সমালোচনা যেন ব্যক্তিগত না হয়ে সঠিক ও গঠনমূলক হয় সে কথা বলেন।

আরো পড়ুন
দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

 

বাট ব্যাখ্যা করেন, ‘এটা শুধু বাবর ও রিজওয়ানের বিষয় নয়।

বিশ্বের যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। জাতীয় দল একটি পারফরম্যান্সভিত্তিক জায়গা। যে খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করবে, তারা প্রশংসা পাবে, আর যারা পারবে না, তাদের সমালোচনার মুখোমুখি হতে হবে।’

তিনি আরো যোগ করেন, ‘সমালোচনা গঠনমূলক হওয়া উচিত।

এমন হওয়া উচিত নয় যে আপনি কারো ওপর চড়াও হয়ে তাকে টার্গেট করে আক্রমণ করবেন।’

 পাকিস্তান ক্রিকেটে বাবর ও রিজওয়ানের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করে তাদের ক্রমাগত উন্নতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বাট। তিনি জোর দিয়ে বলেন, খেলোয়াড়দের নিজেদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করতে হবে এবং উন্নতির পথে এগিয়ে যেতে হবে। 

‘বাবর ও রিজওয়ান পাকিস্তান ক্রিকেটে দুর্দান্ত অবদান রেখেছেন।

এটা গুরুত্বপূর্ণ যে তারা কোথায় পিছিয়ে আছে তা তুলে ধরা হোক এবং তাদের নিজেদের আপগ্রেড করা উচিত, এবং এটি পৃথিবীর সকল খেলোয়াড়ের জন্য প্রযোজ্য।’

আরো পড়ুন
‘শরীর সতেজ আছে, তাই বোলিং উপভোগ করছি’

‘শরীর সতেজ আছে, তাই বোলিং উপভোগ করছি’

 

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম রাউন্ড থেকে পাকিস্তান বাদ পড়ার পর অধিনায়ক রিজওয়ান ও বাবর আজমকে সমালোচনা হচ্ছে জোরেশোরে। অধনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রিজওয়ানকে। দুইজনই বাদ পড়েন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। চ্যাম্পিয়নস ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর, নিউজিল্যান্ড সফরও হতাশার ছিল পাকিস্তানের।

টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডেতে হয় হোয়াইটওয়াশড। পুরো সফরজুড়ে সব ফরম্যাটেই পিছিয়ে ছিল পাকিস্তান, ওয়ানডেতে বাবর আজম দুটি অর্ধশতক হাঁকালেও দলকে জয় এনে দিতে পারেননি।

মন্তব্য

সম্পর্কিত খবর

৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
জোয়ানা চাইল্ড। ছবি : এক্স

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকের নজির গড়েছেন পর্তুগিজ নারী ক্রিকেটার জোয়ানা চাইল্ড। গত ৭ এপ্রিল পর্তুগালের হয়ে নরওয়ের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন জোয়ানা। 

মাঠে নামার সময় জোয়ানার বয়স ছিল ৬৪ বছর ১৮১ দিন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর ১৪৫ দিন) এবং কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুরকে (৬২ বছর ২৫ দিন) পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়ার তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছেন জোয়ানা।

তার আগে রয়েছেন জিব্রাল্টারের স্যালি বার্টন। যার অভিষেক হয়েছিল ৬৬ বছর ৩৩৪ দিনে। 

অভিষেক ম্যাচে জোয়ানার পারফরম্যান্স ছিল খারাপ— মাত্র ২ রান করে আউট হলেও ১১০ রানের টার্গেট ডিফেন্ড করে জয় পায় পর্তুগাল। জোয়ানাকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও একাদেশে রাখা হয়।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি চাইল্ড। বল করতে নেমে চার বলে ১১ রান দেন। সিরিজের শেষ ম্যাচে ব্যাট ও বল কোনোটাই করার সুযোগ পাননি জোয়ানা। তার দল ২-১ ব্যবধানে সিরিজ জেতে।

মন্তব্য

পিএসএলের প্রাইজমানি, কত পাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএলের প্রাইজমানি, কত পাবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণ। তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রাইজমানি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। 

৬ দলের এই টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করেছে পিসিবি। চ্যাম্পিয়ন দল ৫ লাখ ডলার (৬ কোটি টাকার বেশি) এবং রানার্স-আপের জন্য বরাদ্দ ২ লাখ ডলার (প্রায় আড়াই কোটি টাকা)।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জয়ের লক্ষ্যে ৬টি দল লড়াইয়ে নামতে যাচ্ছে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২ লাখ ডলার।’

এর বাইরে বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্টসেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য জানা যায়নি।

আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথম ম্যাচে শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স মুখোমুখি হবে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের।

টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত। মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য

লিভারপুলে আরো দুুই বছর সালাহ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
লিভারপুলে আরো দুুই বছর সালাহ
মোহাম্মদ সালাহ।

লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ক্লাবটির মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। যার ফলে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন তিনি। খবর বিবিসির। 

লিভারপুলের সঙ্গে সালাহর আগের চুক্তির মেয়াদ এই গ্রীষ্মেই শেষ হওয়ার কথা ছিল।

মৌসুমজুড়ে সালাহর বিভিন্ন মন্তব্য এবং তাকে সৌদি আরবের ক্লাবগুলোর সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুঞ্জনের কারণে অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এখন লিভারপুলেই থাকছেন ৩২ বছর বয়সী এই তারকা।

লিভারপুলের নতুন চুক্তিতে সালাহ পাবেন সপ্তাহে ৪ লক্ষ পাউন্ড, যা আগের চেয়ে কিছুটা বেশি। তবে সৌদি লিগের ক্লাবগুলো তাকে পেতে প্রস্তাব দিয়েছিল সপ্তাহে ২৫ লক্ষ পাউন্ডের (বছরে ১৫০ মিলিয়ন ইউরো)।

তাদের আকাশছোঁয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে লিভারপুলের সঙ্গেই নতুন চুক্তিতে সই করেন তিনি।আর এই সিদ্ধান্তের ফলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হওয়ার সুযোগ হারালেন সালাহ।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে গেল ৮ মৌসুমে ক্লাবটির হয়ে ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল ও ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই ফরোয়ার্ড।

নতুন এই চুক্তির ফলে লিভারপুলের হয়ে আরো অসাধারণ কিছু করার সুযোগ তৈরি হলো সালাহর। 

নতুন চুক্তির প্রতিক্রিয়ায় সালাহ বলেন, ‘অবশ্যই আমি খুব উত্তেজিত—আমাদের এখন একটি দারুণ দল আছে। আগেও আমাদের ভালো দল ছিল, তবে আমি এবার সই করেছি, কারণ আমি মনে করি আমরা আরো ট্রফি জিততে পারি এবং আমি ফুটবল উপভোগ করব।’

তিনি আরো বলেন, ‘আমি এখানে আট বছর খেলেছি, আশা করি তা ১০ বছর হবে। আমি এখানে আমার জীবন ও ফুটবল উপভোগ করছি।

আমার ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানেই কেটেছে।’

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সালাহ করেছেন ৩২টি গোল। যার মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে।

প্রাসঙ্গিক
মন্তব্য

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় এক বছর নিষিদ্ধ প্রোটিয়া অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় এক বছর নিষিদ্ধ প্রোটিয়া অলরাউন্ডার
করবিন বশ। ছবি : এএফপি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে আইপিএল খেলার সিদ্ধান্তের কারণে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অলরাউন্ডার করবিন বশকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই নিষেধাজ্ঞার কারণে, ২০২৬ সালের পিএসএল পর্যন্ত বশ এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

গত জানুয়ারিতে পিএসএল ড্রাফটে পেশাওয়ার জালমি করবিন বশকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে ভেড়ায়।
তবে আইপিএলে ইনজুরিতে থাকা লিজাড উইলিয়ামসের বদলি খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসে হয়ে ডাক পেলে পিএসএল শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে নিজেকে সরিয়ে নেন বোশ। পিসিবি এটিকে ‘পেশাদারিত্বের চুক্তি লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করেছে। 

পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়দের চুক্তি মেনে চলা পেশাদার ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা এ ধরনের আচরণকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসএলকে না বলায় অবশ্য দুঃখপ্রকাশ করেন বশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

তিনি আরো বলেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার এই সিদ্ধান্ত যে হতাশা সৃষ্টি করেছে তা আমি পুরোপুরি বুঝতে পারি। পেশোয়ার জালমির নিবেদিত ভক্তদের প্রতি আমি সত্যিই দুঃখিত যে আমি আপনাদের হতাশ করেছি। আমি আমার কাজের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং শাস্তিস্বরূপ আরোপিত জরিমানা ও এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি।

এটি আমার জন্য একটি কঠিন শিক্ষা, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নতুন উদ্দীপনা ও ভক্তদের আস্থা নিয়ে পিএসএলে ফিরে আসার ব্যাপারে আশাবাদী।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ