<p>চুয়াডাঙ্গায় ১৪টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) রেলসেশন থেকে তাদের আটক করা হয়। </p> <p>আটকরা হলেন দামুড়হুদার দর্শনা শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮), মমিন মিয়ার ছেলে রাজিবুল ইসলাম (২৫) ও মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)। </p> <p>চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান, পিবিজিএম, পিএসসি সন্ধা-৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন সোনা চোরাকারবারি জাকিরুল ইসলাম, রাজিবুল ইসলাম ও সোলায়মান হোসেনকে ঘোরাফেরা করতে দেখলে তাদেরকে গতিরোধ করলে পালানোর চেষ্টা করেন তারা। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। </p> <p>জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে কাছে লুকিয়ে রাখা আনুমানিক এক কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের সোনা উদ্ধার করা হয়। </p> <p>নায়েক মো. জিয়াউর রহমান, পিবিজিএম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।</p>