<p>বাংলাদেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা বাড়ার আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে। সম্প্রতি দক্ষিণবঙ্গের তিনটি জেলার স্পর্শকাতর এলাকা পরিদর্শনের পর বিএসএফের দক্ষিণবঙ্গের আইজি মনিন্দর সিং পাওয়ার জওয়ানদের সদাসতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চরম পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735139405-8cda81fc7ad906927144235dda5fdf15.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461299" target="_blank"> </a></div> </div> <p>আইজি জানান, সীমান্তে নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মালদা ও মুর্শিদাবাদ সীমান্তে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে অতিরিক্ত ২২ কম্পানি বিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে।</p> <p>এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যেখানে কাঁটাতার নেই, সেখানে বেড়া দেওয়া হচ্ছে। যেখানে বেড়া নেই সেখানে অনুপ্রবেশ হচ্ছে, এটা সঠিক তথ্য নয়। ওখানে আমাদের টহলদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি, রাতে ফ্লাড লাইট রয়েছে। আমাদের সীমান্তের একদিকে বিএসএফ অন্যদিকে বিজিবি। দুই বাহিনীর সঙ্গে ভালো যোগাযোগ আছে। আমাদের সব সময় চেষ্টা থাকে যাতে কোনো অনুপ্রবেশ যেন না ঘটে।’</p>