<p>বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে মালয়লাম অভিনেতা ফাহাদ ফাসিলের। ‘পুস্পা-দ্য রাইজ’ ও ‘পুস্পা ২-দ্য রুল’-এ অভিনয় করে সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন তিনি। এবার ভারতের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের চমক দেখাতে দক্ষিণের এই তারকা। আর বলিউডে তার আত্মপ্রকাশও হচ্ছে সুপরিচিত পরিচালকের হাত ধরেই।  </p> <p>ইমতিয়াজ আলী বলিউডের রোমান্টিক পরিচালক হিসেবে দারুণ সুখ্যাতি অর্জন করেছেন। ‘জাব উই মেট’, ‘রকস্টার’, ‘লাভ আজকাল’, ‘হাইওয়ে’র মতো সিনেমা নির্মাণ করে সমালোচকদের নজর কেড়েছেন। এবার ফাহাদ ফাসিলকে নিয়ে নতুন প্রজেক্ট শুরু করতে চলেছেন এই নির্মাতা।</p> <p>ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে ইমতিয়াজ ও ফাহাদের একাধিক বৈঠক হয়েছে। সিনেমার কাগজপত্রে সই হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি ছিল। এবার জানা গেল সিনেমার নাম। ‘ইডিয়টস অব ইস্তাম্বুল’ শিরোনামে তৈরি হবে সিনেমাটি। মিউজিক্যাল লাভ স্টোরি সিনেমাটি হবে প্রেমের গল্পের ঘরানার-ই। তবে তার মধ্যেও কিছু টুইস্ট থাকবে। বর্তমানে সিনেমার চিত্রনাট্যর ঘষামাজা করছেন ইমতিয়াজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর প্রথম দিকেই এর শুটিং শুরু হয়ে যাবে।</p> <p>ইমতিয়াজের নির্দেশনায় এতে ফাহাদের সঙ্গে আরো থাকবেন ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরি। কয়েক মাস ধরেই প্রজেক্টটি নিয়ে ফাহাদ ও ইমতিয়াজ একাধিক বৈঠক করেছেন। বর্তমানে চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ। সব কিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে সিনেমার শুটিং শুরু হবে।</p> <p>সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করবেন ইমতিয়াজ। এবারও রোমান্টিক ঘরানার এই সিনেমায় নির্মাতা তুলে ধরবেন সহজ-সরলের জীবনের নানা বাঁক।</p>