<p>সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও আশপাশের এলাকায় অগ্নিনির্বাপণ সুরক্ষা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>একই সঙ্গে অগ্নি নির্বাপণ সুরক্ষা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককেও নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার দেওয়া পৃথক চিঠিতে এই নির্দেশনা এসেছে।</p> <p>এতে বলা হয়েছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচারকাজ পরিচালনা করে থাকেন। এ ছাড়া দেশের বহুল আলোচিত, গুরুত্বপূর্ণ ও শতবর্ষী বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি সুপ্রিম কোর্টে সংরক্ষণ করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ডকুমেন্টারি জব্দ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735224047-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ডকুমেন্টারি জব্দ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461675" target="_blank"> </a></div> </div> <p>আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন মামলার নথি সংরক্ষণে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও আশপাশের এলাকার অগ্নি নিরোধক সুরক্ষা বাড়ানো খুবই জরুরি। সে জন্য অগ্নিনিরোধক সুরক্ষা বাড়াতে নির্দেশ দেওয়া হলো।</p> <p>কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ তাই অগ্নিনিরোধক সুরক্ষার পাশাপাশি সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ওই স্মারকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পোড়া সচিবালয়ে মৃত কুকুর, যা বলছেন সারজিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735220380-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পোড়া সচিবালয়ে মৃত কুকুর, যা বলছেন সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461660" target="_blank"> </a></div> </div> <p>ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অগ্নি নির্বাপণ সুরক্ষা বাড়ানোর পাশাপশি এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।</p> <p>এর আগে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন থেকে সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।</p>