<p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আসন্ন ভর্তি পরীক্ষায় ভিসি কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।</p> <p>শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হলো—পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাপদ্ধতি চালু।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুন-বালু খাইয়ে হত্যার ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735222186-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুন-বালু খাইয়ে হত্যার ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461667" target="_blank"> </a></div> </div> <p>মানববন্ধনে ৪৮তম আবর্তনের শিক্ষার্থী শোয়াইব হাসান তাদের চারটি দাবির বিষয়ে জানান, ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করে তা নবম গ্রেড অথবা তার অধিক পদমর্যাদার শিক্ষক-কর্মকর্তার জন্য বাতিল, ভর্তি পরীক্ষার ফি কমানো এবং ১০টি ইউনিটকে একত্র করে পাঁচ-ছয়টি করতে হবে।</p> <p>এ সময় গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘এই সমস্যাগুলোর সমাধান না করে আমরা কিছুতেই আগামী ভর্তি পরীক্ষা হতে দেব না।’</p> <p>উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আগামী ১ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।</p>