<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ বিমানবাহিনীর ১২৭তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (জেসিএসসি) সনদ বিতরণী গতকাল বাহিনীঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদ ও ট্রফি প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর আরো জানায়, এই কোর্সে বাংলাদেশ বিমানবাহিনীর ১৯ জন, ভারতীয় বিমানবাহিনীর একজন এবং কাতার সশস্ত্র বাহিনীর একজন করে কর্মকর্তা অংশগ্রহণ করেন।</span></span></span></span></span></p>