<p>বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। অভিনয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন খ্যাতিমান এই অভিনেতা যেন খল চরিত্রের সমার্থক। তিন দশকেরও বেশি সময় ধরে দর্শক মাতাচ্ছেন তিনি। বোকাবাক্সে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও সহকর্মীদের প্রতি সব সময় থাকে তার অগাধ ভালোবাস ও শ্রদ্ধা। </p> <p>তেমনি প্রয়াত হুমায়ুন ফরিদী, এটিএম শামসুজ্জামান ও মিজু আহমেদেরও সব সময় শ্রদ্ধা করতেন বলে জানিয়েছেন মিশা। ‘বিশ্বাসে মেলায় বন্ধু’ শীর্ষক সাক্ষাৎকারভিত্তিক কালের কণ্ঠের ধারাবাহিক আয়োজনে এসব কথা বলেন তিনি। ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বের অতিথি হিসেবে আসা মিশা সওদাগর বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে আমাদের ভিলেন ৫০ জন হবে। কিন্তু কতজন ফরিদী, শামসুজ্জামান, রাজীব ও মিজু আহমেদ হতে পেরেছেন। তারা নিজের স্বকীয়তাকে একটা জায়গায় নিয়ে গেছেন।’ </p> <p>বিস্তারিত দেখুন ভিডিওতে</p> <p><iframe frameborder="0" height="315" sandbox="allow-scripts allow-same-origin" src="https://www.youtube.com/embed/RUml9r8o5ns?si=RHDO0qX1nEljk2S6" title="YouTube video player" width="560"></iframe></p>