<p style="text-align:justify">ময়মনসিংহে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আওয়ামী লীগের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এ সময় তার ভাতিজা সৈয়দ সজলকেও গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ ফলপ্রসূ হবে কি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735353781-032b2cc936860b03048302d991c3498f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ ফলপ্রসূ হবে কি</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/opinion/2024/12/28/1462209" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।</p> <p style="text-align:justify">ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আকুয়ায় নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি শটগান জব্দ করা হয়। এ ছাড়া তার ভাতিজা সৈয়দ সজলকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="একনজরে আজকের কালের কণ্ঠ (২৮ ডিসেম্বর)" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735353685-40173f6e02e160df85d71aec71d6a3f9.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">একনজরে আজকের কালের কণ্ঠ (২৮ ডিসেম্বর)</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/28/1462208" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার হামলা চালানোর ঘটনায় সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুও জড়িত রয়েছেন বলে সন্দেহ রয়েছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অনুসন্ধান চলছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) আদালতে তোলা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আমলানির্ভর ব্যবস্থাপনা নয়, সংস্কার চান স্বাস্থ্য ক্যাডাররা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735352531-d65fbd12ee1fd12c15cfa644e62d5aca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আমলানির্ভর ব্যবস্থাপনা নয়, সংস্কার চান স্বাস্থ্য ক্যাডাররা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/28/1462205" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জাসদের প্রার্থী হয়ে পরে তা প্রত্যাহার করেছিলেন মিন্টু। এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন তিনি।</p>