<p style="text-align:justify">পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে উপ‌জেলার ৩ নং দেউলবারী দোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের নিজ বাসভবন থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="অর্ধ পাচারের ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন : রিজভী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735365392-37811c72e740053ca2cb347f900eeec9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">অর্ধ পাচারের ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন : রিজভী</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/28/1462238" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">গ্রেপ্তারকৃত মো. শহিদুল আলম হাওলাদার (৫২) উপ‌জেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তি‌নি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন যুব লী‌গের সাধারণ সম্পাদক ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="কমিশনের রিপোর্টের পর রাজনৈতিক দলের সঙ্গে বসবে সরকার : মাহফুজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735364460-12243291506549b7d6cff8d07a3dc5c1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">কমিশনের রিপোর্টের পর রাজনৈতিক দলের সঙ্গে বসবে সরকার : মাহফুজ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/28/1462235" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত করকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শহীদুল আলম হাওলাদারের বিরুদ্ধে  না‌জিরপুর থানায় ২০১৪ সালের ঘর পোড়া মামলা এবং বিস্ফোরক আইনে মামলা র‌য়ে‌ছে বিধায় এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২৮ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হ‌য়ে‌ছে।</p>