<p>নরওয়েতে স্থানীয় সময় শনিবার গভীর রাতে গোলাগুলিতে একজন পুলিশ সদস্য ও একজন সন্দেহভাজন নিহত হয়েছেন। দেশটিতে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য মারা যাওয়ার ঘটনা বিরল।</p> <p>নরওয়ের সংবাদমাধ্যম এনআরকে জানিয়েছে, ২০০৪ সালের পর এটি প্রথম ঘটনা, যেখানে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে গুলিতে প্রাণ হারিয়েছেন।</p> <p>পুলিশের তথ্য অনুসারে, ঘটনাটি দক্ষিণ-পশ্চিম নরওয়ের স্টাভাঞ্জার শহরের কাছে ক্লেপ এলাকায় ঘটে। এই ঘটনায় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।</p> <p>পুলিশ কমিশনার মেরি বেনেডিক্ট বিউর্নল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘গত রাতের অভিযানে সবচেয়ে দুঃখজনক পরিণতি ঘটেছে। দুটি প্রাণ ঝরে গেছে। পুলিশ একজন প্রিয় সহকর্মীকে হারিয়েছে। এটি পুলিশের কাজের সবচেয়ে চূড়ান্ত ও করুণ পরিণতি।’</p> <p>শনিবার গভীর রাতে অস্ত্রসংক্রান্ত হুমকির একটি খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। গোলাগুলিতে গাড়িতে বসে থাকা সন্দেহভাজন ব্যক্তি ও দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুজন—একজন পুলিশ সদস্য ও সন্দেহভাজন মারা যান।</p> <p>নরওয়ে ও নর্ডিক অন্যান্য দেশে পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর এনআরকেকে বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুতর ও দুঃখজনক ঘটনা, যা আমাদের সবার হৃদয়কে নাড়া দিয়েছে।’</p> <p>সূত্র : এএফপি</p>