<p>রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় আরিফ হোসেন (৩৯) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ বনশ্রীতে এবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক, পাশাপাশি সিঙ্গার কম্পানির মালামাল সার্ভিসিং ও মেরামতের কাজ করতেন।</p> <p>গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।</p> <p>ডেমরা থানার এসআই তাহমিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বিকেলে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লেগুনাটিকে জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।</p> <p>নিহতের বড় ভাই শরিফ হোসেন বলেন, ‘আরিফ দুদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পরিবারকে রেখে গতকাল  শনিবার দুপুরে ঢাকার দক্ষিণ বনশ্রীর বাসায় ফেরার পথে ডেমরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন।’</p> <p>ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত হাবিব রহমানের ছেলে আরিফ। বর্তমানে দক্ষিণ বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন। </p>