<p>টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রা‌তের আঁধা‌রে ভেকু দি‌য়ে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হ‌য়ে‌ছে। </p> <p>সোমবার (৩০ ডি‌সেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পৌর উদ্যো‌নে স্থা‌পিত এসব মুর‌্যালগু‌লো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০২৪ সালে ইসলামী অঙ্গনের আলোচিত যত ঘটনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735632971-288e3eab708d22496b49fa91dcb8edc1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০২৪ সালে ইসলামী অঙ্গনের আলোচিত যত ঘটনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/12/31/1463352" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ্যানের মুক্তম‌ঞ্চের পা‌শে নি‌র্মিত বঙ্গবন্ধু ম‌্যুরা‌লের দুই পাশ ভে‌ঙে ফে‌লে আন্দোলনকারীরা। এসময় পা‌শে থাকা জাতীয় চার‌ নেতার ম‌্যুরালও ক্ষ‌তিগ্রস্ত হয়। প‌রে সোমবার রাতের আঁধা‌রে বেকু দি‌য়ে তা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। শেখ মুজিবের ম্যুরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল। হঠাৎ করেই একটি ভেকু পৌরে উদ্যানের ভিতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বছরের প্রথম দিন শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735633398-c6d561165968ec55d14b6ab1f87c865a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বছরের প্রথম দিন শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/31/1463355" target="_blank"> </a></div> </div> <p>টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, পৌর উদ‌্যা‌নে স্থা‌পিত ম‌্যুরাল ভাঙার বিষয়‌টি সম্পর্কে তিনি অবগত নন।</p> <p>টাঙ্গাইল পৌরসভার প্রশাসক (উপসচিব) শিহাব রায়হান জানান, ম্যুরালটি পৌরসভা থেকে ভাঙা হয়নি। এটি জেলা পরিষদ থেকে তৈরি করা হয়েছিল।<br />  </p>