<p style="text-align:justify">চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর আরমান হোসেন (৪৮) নামের বিএনপির এক নেতাকে ফোনে ডেকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার অস্থায়ী বাসিন্দা মীর আরমানের মোবাইলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফোন আসে। ফোন পেয়ে তিনি বাইরে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। </p> <p style="text-align:justify">সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বিএনপি নেতা আরমানকে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি। </p> <p style="text-align:justify">সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোকটিকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এর বেশি আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। </p> <p style="text-align:justify">এদিকে বিএনপি নেতা হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ।</p>