<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। গত শুক্রবার রাতে জয়দেবপুর থানায় জমায়েত হন তাঁরা। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাড়েনি পুলিশ</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম মো. শফিকুল সিকদার (৩৮)। তাঁর বাড়ি গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে শফিকুল সিকদারকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর করা মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির তালিকায় ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁর নাম রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৮ সালের আগে শফিকুল সিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। অন্য একটি দলের নেতারা তাঁকে (শফিকুল) দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাঁকে পুলিশে ধরিয়ে দিয়েছে। এ কারণে তাঁর বিষয়ে কথা বলার জন্য জামায়াতের নেতাকর্মীরা থানায় গিয়েছিলেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সেলিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শফিকুলের নামে নিয়মিত (রাজনৈতিক) মামলা আছে। তাঁকে ছাড়িয়ে নিতে জামায়াতের নেতাকর্মীরা চেষ্টা করেছিলেন, তবে তাঁকে ছাড়া হয়নি। পরে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>