<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে পৃথক ঝটিকা মিছিল ও কেক কাটা কর্মসূচি পালন করায় আটজনকে আটক করেছে পুলিশ। তাদের গতকাল  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে এই আটজনকে আটক করা হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন। আটককৃতরা হলেন তারেক শাহ, এনামুল হাসান, আবু সাইম চৌধুরী, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ গাজী, মহানগর ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন সিকদার, ১৩ নম্বর ওয়ার্ড সদস্য রাব্বি হাওলাদার শান্ত, ১৭ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুল ইসলাম জিহাদ ও মশিউর রহমান। জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে নগরীতে পৃথক স্থানে ঝটিকা মিছিল বের করেন নেতাকর্মীরা।</span></span></span></span></span></p>