<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে মাছ ধরতে না পারায় কর্মহীন হয়ে দরিদ্র মৎস্যজীবী পরিবারের লোকজন দুর্বিষহ জীবন যাপন করছে। উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বহমান যমুনা নদী। নদীর ভয়াবহ ভাঙনে ৪৮ বছরে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বসতঘরসহ সর্বস্ব হারিয়ে তারা আজ নিঃস্ব। অনেকে মাতৃভূমির মায়া ত্যাগ করে এলাকা ছেড়ে শহর কিংবা অন্যত্র চলে গেছে। অনেক পরিবারের লোকজন নাড়ির টানে বাঁধে আশ্রয় নিয়েছে। বাঁধে আশ্রিত বেশির ভাগ পরিবারের লোকজন যমুনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘন কুয়াশার কারণে কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেঁকে বসা শীতে যমুনা নদীতে মাছ শিকারিদের দুর্ভোগ বেড়েছে। মৎস্যজীবীরা সারা রাত নদীর বুকে নৌকা বয়ে তাঁরা জাল দিয়ে বিভিন্ন জাতের মাছ ধরেন। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই মাছ নিয়ে দেশের বিভিন্ন এলাকার পাইকারি আড়তে নিয়ে যান। মাছ বিক্রির টাকায় চলে তাঁদের সংসার। কিন্তু কুয়াশার কারণে রাতের বেলায় নদীতে নৌকা চালানো যায় না। মাছ শিকারিরা নদীর গতিপথ ও দিক নির্ণয় করতে পারছেন না। ফলে নদী থেকে মাছ ধরা সম্ভব হচ্ছে না। যমুনাপারের ২০০ মৎস্যজীবী পরিবারের নিত্যদিনের চিত্র এমন। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৎস্যশিকারি বানিয়াজান গ্রামের হিরন কুমার, বানিয়াজানের পরিমল চন্দ্র হাওয়ালদার, ভাণ্ডারবাড়ীর নিবারণ চন্দ্র জানান, অতিরিক্ত ঠাণ্ডার কারণে তারা কয়েক দিন ধরে নদী থেকে মাছ ধরতে পারছেন না।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার গোসাইবাড়ি বাজারের পাইকারি আড়তদার হরিলাল কুমার জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলেদের পক্ষে নদী থেকে মাছ ধরা সম্ভব হচ্ছে না।</span></span></span></span></p>