<p>শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তার পর নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে চিত্রনায়িকা হিসেবে যাত্রা শুরু হয় প্রার্থনা ফারদিন দীঘির। আর শুরুতেই শিকার হতে হয় ট্রলের। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল সিনেমাটি অনেক বেশি গোছানো হবে, প্রেজেন্টেশনটা সুন্দর হবে; তা হয়নি। তিনি বলেন, এটা যে আমার ক্যারিয়ারে প্রভাব ফেলবে সেটা বুঝতে পারিনি। সম্প্রতি কালের কণ্ঠের সাক্ষাৎকারভিত্তিক ধারাবাহিক আয়োজন ‘বিশ্বাসে মেলায় বন্ধু’ অনুষ্ঠানে সে অভিজ্ঞতার কথা বলেছেন এই অভিনেত্রী।</p> <p>পুরো সাক্ষাৎকারটি দেখুন এখানে...</p> <p><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.youtube.com/embed/PTLGK1S33cE" width="600"></iframe><br />  </p>