সেই ‘পানামা ফারুক’ই তাহসানের শ্বশুর

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
সেই ‘পানামা ফারুক’ই তাহসানের শ্বশুর
সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। নেটিজেনরা তাহসান-রোজার ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন, ‘তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে’। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে সেটিই যেন তাহসানের পিছু ছাড়ছে না। হঠাৎ করেই রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

নেটিজেনরা বলছেন, রোজার বাবা পানামা ফারুকই বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী, যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।

আরো পড়ুন
তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও

তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও

 

স্থানীয়রা জানায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে। তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী।

২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন।

২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল।

তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।
দুই পক্ষে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহম্মেদ।

আরো পড়ুন
‘সৈয়দ আশরাফের ৩ জানাজা হবে শুনে বিরক্ত হন শেখ হাসিনা’

‘সৈয়দ আশরাফের ৩ জানাজা হবে শুনে বিরক্ত হন শেখ হাসিনা’

 

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

তাহসানের বিয়ের খবরে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দম্পতির ছবি শেয়ার করে লিখছেন, ‘তাহসান তার চাঁদের আলো খুঁজে পেয়েছে’। কিন্তু চাদেরও কলঙ্ক থাকে, হয়তো সেটিই এখন সামনে উঠে আসছে। তবে তাহসান এখনো তার শ্বশুরের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘সিকান্দার’ চলছে নিজ গতিতে, ৩ দিনে কত আয় করল?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘সিকান্দার’ চলছে নিজ গতিতে, ৩ দিনে কত আয় করল?
সালমান খান

দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এলেন বলিউড মেগাস্টার সালমান খান। তার ‘সিকান্দার’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমান-ভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি ‘সিকান্দার’।

ঈদের হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় দিনে ‘সিকান্দার’ ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বক্স অফিসে।

তৃতীয় দিন সিনেমাটি বক্স অফিসে ১৭.৮১ কোটি টাকা আয় করেছে। যার ফলে ৩ দিনে সিকান্দারের মোট আয় হয়েছে ৭২ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় বর্তমানে ৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। 

আরো পড়ুন
শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া

শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া

 

এদিকে স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে আয় বিশ্বব্যাপী ৯৫ কোটি হলেও ‘সিকান্দার’ নির্মাতাদের দেওয়া পরিসংখ্যান কিছুটা আলাদা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, সিকান্দার প্রথম দিনে ভারতে ৩৫.৪৭ কোটি এবং দ্বিতীয় দিনে ৩৯ কোটি আয় করেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।

আরো পড়ুন
মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

 

তবে নিজ গতিতে বক্স অফিসে রাজত্ব করলেও সিকান্দার ভাঙতে পারেনি আগের কোনো রেকর্ড। এ বছর ভিকি কৌশলের ‘ছাভা’ বা মোহনলালের ‘এল ২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি সিকান্দার। এ ছাড়া নিজের আগের সিনেমাগুলোর রেকর্ডও ভাঙতে পারেনি সালমান খান। যেখানে ঈদ মানেই সালমান তাণ্ডব বক্স অফিসে, সেখানে এবার সিকান্দারে নেই সেই আমেজ।

 

এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে।

মন্তব্য

বাংলা সিনেমা মানুষ দেখছে, এটাই খুশির সংবাদ : ইমরান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বাংলা সিনেমা মানুষ দেখছে, এটাই খুশির সংবাদ : ইমরান
ইমরান মাহমুদুল

দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন অসংখ্য হিট গানে। সিনেমাতেও রয়েছে তার কণ্ঠের জনপ্রিয় গান। সদ্যই ঈদ কাটিয়ে কাতার থেকে ফিরলেন দেশে।

আর দেশে ফিরেই সিনেমা দেখতে চেয়ে রীতিমতো অবাক হয়েছেন এ গায়ক। কারণ আগামী দুই দিন ঈদের কোনো ছবিরই টিকিট নেই!

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। তবে দর্শকদের পছন্দের তালিকায় আছে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’। ঈদের দিন থেকে হাউজফুল যাচ্ছে দুই সিনেমা।

দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন ইমরানও।
 

আরো পড়ুন
শুটিংয়ে ওড়নার নিচে রসুন দিয়ে রাখতাম : ‍নুসরাত ফারিয়া

শুটিংয়ে ওড়নার নিচে রসুন দিয়ে রাখতাম : ‍নুসরাত ফারিয়া

 

বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।

তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”

আরো পড়ুন
‘সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত’

‘সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত’

 

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

মন্তব্য

শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন-৩’। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা সজল।

ছবিটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। ফলে শুটিংয়ের সময়ে অজানা আতঙ্ক কাজ করেছে নুসরাত ফারিয়ার মনে।

আরো পড়ুন
মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

 

সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন এ অভিনেত্রী।

ফারিয়া জানালেন, শুটিং করতে গিয়ে কীভাবে তাদের ভেতরে একটা অজানা শঙ্কা কাজ করত। বিশেষ করে শতবর্ষী এক গাছের নিচে শুটিং করার সময় টিমের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভয়ের অনুভূতি। 

নুসরাত ফারিয়া বলেন, ‘যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে। আমরা শুটিং করেছি একটি বড় গাছের নিচে।

গাছটা একশ বছরের পুরনো। সেখানে অপমৃত্যুর ঘটনাও আছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে শ্মশান আছে।’

আরো পড়ুন
‘পাইরেসিকে রুখে দিন’, কড়া বার্তা দিলেন শাকিব খান

‘পাইরেসিকে রুখে দিন’, কড়া বার্তা দিলেন শাকিব খান

 

ফারিয়া আরো বলেন, ‘আমার টিমের বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত।

কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম, বা কিছু একটা দিয়ে রাখত যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়।’

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’। এতে সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুর সজল। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এটি জ্বিন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা।

মন্তব্য

‘ব্যাটম্যান’খ্যাত তারকা ভ্যাল কিলমারের জীবনাবসান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘ব্যাটম্যান’খ্যাত তারকা ভ্যাল কিলমারের জীবনাবসান
ভ্যাল কিলমার

হলিউডের তারকা অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ‘ব্যাটম্যান’খ্যাত এ তারকার বয়স হয়েছিল ৬৫ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি নিউজ এ খবর প্রকাশ করেছে।

কিলমার বেশ কয়েক বছর ধরে গলার ক্যানসারে ভুগছিলেন। ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্রুস ওয়েন, অলিভার স্টোনের ‘দ্য ডোরস’-এ জিম মরিসনের চরিত্রে অভিনয় তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়।

আরো পড়ুন
মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

 

১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন।

১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে। 

ভ্যাল কিলমার ১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন। ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য পান এবং দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হন।

কিলমারের সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি  ১৯৯১ সালে মুক্তি পাওয়া অলিভার স্টোনের ‘দ্য ডোরস’। এখানে তিনি মরিসনের চরিত্রে অভিনয় করেন।

আরো পড়ুন
ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

 

গলায় ক্যান্সার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরেই রূপালি পর্দায় আর দেখা যেত না ভ্যাল কিলমারকে। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও ক্যান্সারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল।

বিরতি ভেঙে ২০২১ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করেছিলেন এই অভিনেতা। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালে, তার জীবনের ওপর একটি তথ্যচিত্র, ‘ভাল’ প্রকাশিত হয়েছিল। তার ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ