দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন অসংখ্য হিট গানে। সিনেমাতেও রয়েছে তার কণ্ঠের জনপ্রিয় গান। সদ্যই ঈদ কাটিয়ে কাতার থেকে ফিরলেন দেশে।
আর দেশে ফিরেই সিনেমা দেখতে চেয়ে রীতিমতো অবাক হয়েছেন এ গায়ক। কারণ আগামী দুই দিন ঈদের কোনো ছবিরই টিকিট নেই!
এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। তবে দর্শকদের পছন্দের তালিকায় আছে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’। ঈদের দিন থেকে হাউজফুল যাচ্ছে দুই সিনেমা।
দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন ইমরানও।
আরো পড়ুন
শুটিংয়ে ওড়নার নিচে রসুন দিয়ে রাখতাম : নুসরাত ফারিয়া
বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।
’
তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”
আরো পড়ুন
‘সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত’
সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক।
ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী।