চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ আটক
ছবি: কালের কণ্ঠ

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর বাসন থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত মো. রিপন (৩০) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলী আকবরের ছেলে।

পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

মঙ্গলবার রাতে এক সবজি ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। এক পর্যায়ে অন্য ব্যবসায়ীরা জড়ো হয়ে তাকে আটক বাসন থানায় খবর দেয়।

আরো পড়ুন
টাঙ্গাইলে ঘোড়দৌড়ে উৎসবমুখর ঈদ

টাঙ্গাইলে ঘোড়দৌড়ে উৎসবমুখর ঈদ

 

বাসান থানার ওসি কায়সার আহমেদ বলেন, ‘রিপনের কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডিবি পুলিশের ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে মামলা হচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি
ছবি: কালের কণ্ঠ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ রবিবার দুপুরে বেরোবি ক্যাম্পাসে গেলে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন এবং তার সহপাঠী ও সতীর্থদের সঙ্গে কথা বলে সেদিনের ঘটনা শোনেন। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আবু সাঈদ স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধান বিচারপতিকে জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

ঘুষ বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ঘুষ বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড
সংগৃহীত ছবি

ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খানকে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে তাকে ক্লোজ করা হয়।

গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরীহ মানুষকে মামলার অসামি করার ভয় দেখিয়ে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে অর্থ ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

এমনকি এক ইউপি সদস্যের কাছ থেকে ওসি ঘুষ নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নিদের্শ দেন পুলিশ সুপার। কিন্তু ৪৮ ঘণ্টা পার না হতেই তদন্তের স্বার্থে আগেই ওসি মো. শফিউদ্দিন খানকে কাশিয়ানী থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন পুলিশ সুপার।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

তবে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। 

তিনি আরো বলেন, তদন্তের স্বার্থে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মন্তব্য

কাশিয়ানীতে গ্রামীণ খেলাধুলায় ঈদ আনন্দ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কাশিয়ানীতে গ্রামীণ খেলাধুলায় ঈদ আনন্দ
ছবি: কালের কণ্ঠ

ঈদ আনন্দকে রঙিন করে তুলতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার চাপতা গ্রামের রেলস্টেশন বালুর মাঠে গ্রামবাসীর উদ্যোগে এ খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
রশি টানাটানি, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, তেলমাখা কলাগাছ বেয়ে ওঠা, চেয়ার সিটিংসহ বিভিন্ন গ্রামীণ খেলায় শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণে করেন। গ্রামীণ ঐতিহ্য ধরতে রাখতে আগামীতেও এমন আয়োজনের কথা জানান আয়োজকরা।

সরেজমিন দেখা গেছে, মাঠের এক প্রান্তে রশি টানাটানি খেলা। অপর প্রান্তে তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা। অন্য পাশে হাঁড়ি ভাঙাসহ নানা খেলা। রশির দুই প্রান্তে দাঁড়িয়ে আছেন দুই দল যুবক।

রশি টেনে যারা নিজেদের কাছে নিয়ে আসতে পারবেন তারাই জয়ী হবেন। দুই দলই পেশি শক্তি প্রয়োগ করে মরণপণ চেষ্টা করছে বিজয়ী হতে। শুধু রশি টানাটানি নয় শিশু ও কিশোর প্রতিযোগীরদের চেষ্টা করছে তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠার। এছাড়াও হাঁড়ি ভাঙা, চেয়ার সিটিংসহ বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন ছিল নারীদের জন্য।
পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ থাকায় বাড়তি উচ্ছ্বাস যোগ হয়। যা হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির স্মৃতিকে ফিরিয়ে আনে।

এ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। গ্রামের মানুষ একসঙ্গে মিলিত হয়ে এ খেলাগুলো উপভোগ করেন। বিশেষ করে শিশু ও তরুণদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

আধুনিক নেট দুনিয়ার যুগে হারিয়ে যাওয়া এই গ্রামীণ খেলার আয়োজন করায় ঘরবন্দি শিশুরা যেমন আনন্দ উপভোগ করেছে, তেমনি মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে কিশোর ও যুবকরা ফিরে আসবে বলে মনে করেন আয়োজক ও দর্শনার্থীরা।

খেলার আয়োজক আব্দুর রহিম খাকি বলেন, ‘হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণের উদ্দেশ্যেই এমন আয়োজন করা হয়েছে। ঈদ পরবর্তী আনন্দ দিতে গ্রামীণ খেলার মাধ্যমে নতুন প্রজন্মকে গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে আমাদের এই চেষ্টা। আশাকরি এই আয়োজনের মাধ্যমে এই যুগের মানুষ পুরাতন সংস্কৃতিকে জানতে ও বুঝতে সক্ষম হবে ।’

মন্তব্য

স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরে গার্মেন্টসকর্মী চাঁদনী খাতুনকে (২২) খুনের অভিযোগে সবুজ খন্দকার (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শনিবার বিকেলে প্রকাশ্যে কর্মস্থল থেকে ফেরার পথে চাঁদনীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সবুজ। ভুক্তভোগীর গলা, মাথা, ডান হাতের কবজিসহ বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করেন তিনি।

স্থানীয়রা চাঁদনীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন
স্ত্রীর ‘ডিভোর্স’, অভিনেতা স্বামী বললেন ‘মজা করেছে, আমরা একসঙ্গেই আছি’

স্ত্রীর ‘ডিভোর্স’, অভিনেতা স্বামী বললেন ‘মজা করেছে, আমরা একসঙ্গেই আছি’

তারা আরো জানায়, চাঁদনীর সঙ্গে সবুজের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এই কারণে চাঁদনী সিদ্ধান্ত নেন, সবুজের সঙ্গে আর সংসার করবেন না। তাই তিনি সবুজের বাসা ছেড়ে মামার বাসায় ওঠেন।

চাঁদনী মামার বাসা থেকেই গার্মেন্টেসে কাজে যেতেন।

চট্টগ্রামের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনার পরপরই বন্দর থানার একাধিক চৌকস টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে জব্দ করে তারা।’

তিনি আরো জানান, এই ঘটনায় রবিবার ভোরের দিকে বন্দর থানার ধুমপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় সবুজকে একমাত্র আসামি করে মামলা করা হয়েছে।’ 

আরো পড়ুন
পুরনো বন্ধুত্ব ভাঙা কখন ইতিবাচক? কখন আবার বন্ধুত্বে ফিরবেন

পুরনো বন্ধুত্ব ভাঙা কখন ইতিবাচক? কখন আবার বন্ধুত্বে ফিরবেন

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবজ খুনের ঘটনার সত্যতা স্বীকার করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ