পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন
জেলার মানচিত্র

পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। তাদের ক্ষতস্থানে লবণ-মরিচ লাগিয়ে দেয় স্থানীয়রা। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বামরাইলে তাদের দুজনকে এক রশিতে বেঁধে মারধর করা হয়। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে ঘটেছে।

আটকরা হলেন- গৌরনদী উপজেলার পালরদী এলাকার যুবক ও উজিরপুরের বামরাইল গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী।

আরো পড়ুন
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

 

ওই নির্যাতনের একটি ভিডিও মঙ্গলবার বিকেলের দিকে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওয়ের শুরু থেকে শেষ পর্যন্ত দুইজনের আর্তনাদ শোনা যায়। দুজনকে ঘীরে সেখানে নির্যাতনের দৃশ্য অন্তত ২০জন শিশু আর নারী দেখছিলেন।

তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। সেই ভিডিও কালের কণ্ঠের কাছে রয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনার পর ‘অনৈতিক কার্যকলাপের’ অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। সে অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছিল।

বিচারক রাত ৯টার দিকে তাদের জামিনে মুক্তি দেন। ফলে আদালতের গারদখানা থেকে রাতেই তারা মুক্তি পান। আগামী রবিবার তাদেরকে পুনরায় আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে।

মারধরের শিকার ওই যুবক (২৫) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা এবং অপরজন উজিরপুর উপজেলার এক প্রবাসীর স্ত্রী। দুজনের সঙ্গেই কালের কণ্ঠের প্রতিবেদক কথা বলেছেন।

তাদের মধ্যে গৃহবধূ বলছেন, ইতোপূর্বে তাকে এক যুবক ধর্ষণের চেষ্টা করেছিল। এ নিয়ে রমজানে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সালিশ মীমাংসা হয়েছিল। তার আগে দুই চোরকে হাতেনাতে তিনি ধরে ছিলেন। তখন চোরের সহযোগিরা তাকে মারধর করে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এই ঘটনায় তিনি উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন। পুলিশ ঘটনার পর সরেজমিনে এসেছিল। মূলত এই দুটি ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে ‘অনৈতিক কার্যকলাপের’ অভিযোগে অভিযুক্তরাই তাদের অমানবিক নির্যাতন করেছেন।

আরো পড়ুন
হাসনাত-সারজিসের উদ্দেশে আবু সাঈদের বাবার নামে ভুয়া মন্তব্য প্রচার

হাসনাত-সারজিসের উদ্দেশে আবু সাঈদের বাবার নামে ভুয়া মন্তব্য প্রচার

 

ওই গৃহবধূ আরো বলেন, প্রতিবেশী ভাসাই ফরাজী প্রথমে তার হাত-পা রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। পরে একইভাবে যুবককে খুটির সঙ্গে বাঁধা হয়। দুজনকে মারধর করা হয়। পরবর্তীতে প্রতিবেশী মনোয়ার হোসেন ফরাজীর ঘরের মধ্যে তাদের আটকে রেখে প্রায় তিন ঘণ্টা মারধর করা হয়েছে। আরিফ ফরাজী, মিজানুর রহমান ফরাজী, সোহেল ফরাজী, ওমর ফরাজী, খায়রুল ফরাজী তাদেরকে মারধর করেন।

ওই গৃহবধু আরো বলেন, জামিন পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তার শরীরের এমন কোন স্থান ফাঁকা নেই যেখানে পুরুষরা তাকে কিল-ঘুষি আর লাঠি দিয়ে আঘাত করেনি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উজিরপুর থানা পুলিশের একাধিক কর্মকর্তা তার সঙ্গে হাসপাতালে এসে ঘটনার বর্ণনা শুনেছে। এমনতি তারা পুরো বিষয়টি লিখে নিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

অভিযুক্ত যুবক কালের কণ্ঠকে বলেন, মনোয়ার হোসেন ফরাজীর ঘরের মধ্যে তাদের আটকে রাখেন। এক পর্যায়ে অপত্তিকর ভিডিও ধারনের হুমকি দেন। একই সঙ্গে মারধর করেন। তখন মুঠোফোনে তার বাবার সঙ্গে হামলাকারীরা কথা বলিয়ে দেন। সে অনুযায়ী ওই যুবকের বাবা তাদের নগদ এক লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে তার সাথে থাকা মুঠোফোন আর পাঁচ লাখ টাকা মূল্যেও মোটরসাইকেলটি রেখে দেয়। তার কাছ থেকে কিছুই নেওয়া হয়নি বলে তার ভিডিও তারা ধারণ করে রাখে।

খায়রুল ফরাজী, মনোয়ার হোসেন ফরাজী সাংবাদিকদের জানান, নারীর চরিত্র খারাপ। এলাকার পরিবেশ নষ্ট করছিলেন। এই ঘটনার প্রতিবাদ জানালে ওই নারী খায়রুল ফরাজীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে ২৯ মার্চ দুপুরের দিকে খায়রুলের বাসার উঠানে সালিশ মীমাংসা হয়েছিল। সেখানে থানার দুই পুলিশ আলমগীর হোসেন ও জাহিদ হোসেন, স্থানীয় খলিল ফরাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন। মঙ্গলবার ওই নারী পুনরায় তার ঘরে অপরিচিত এক যুবককে ঢুকতে দেন। তখন ওই যুবককে ধরে চড় থাপ্পর দিয়ে পুলিশে দেয়া হয়। স্থানীয়রাই তাদেরকে অসামাজিক কার্যকলাপের জন্য বেঁধে রেখেছিল। টাকা নেয়ার কথা তারা অস্বীকার করেন।

আরো পড়ুন
কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, স্থানীয়রা দুজনকে একটা বাড়িতে আটকে রেখে খবর দিলে তারা তাদের থানায় নিয়ে আসেন। পুলিশ বাদী হয়ে অনৈতিক কার্যকালাপের অভিযোগ এনে মামলা করে দুজনকে আদালতে পাঠিয়েছিল। রাতেই তারা জামিন পেয়েছেন। ওই গৃহবধূর সঙ্গে পুলিশ বুধবার সকালে হাসপাতালে গিয়ে কথা বলেছে। তার পরিবারকে থানায় এসে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে। ভিডিওটি তিনি দেখেছেন বলে স্বীকার করে বলেন, এটি অমানবিক। ঘটনার পর তাদেরকে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার

রংপুরের বদরগঞ্জে একটি টিনের দোকানকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দলের হাইকমান্ড। রবিবার (৬ এপ্রিল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য ৬ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মানিক,  বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, উপজেলার ১০নং মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ১৩নং কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং ১৪নং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।

মন্তব্য

বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
শেয়ার
বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হামিদ মনসুরকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) বিকেলে তাকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।

মনসুর উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নয়াপড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো পড়ুন
দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ৩টার দিকে ভাটিপাড়া এলাকায় বন্ধুর ভাতিজির বিয়েতে যান মনসুর। ওই সময় পুলিশের একটি দল তার উপস্থিতি নিশ্চিত করে গ্রেপ্তার করে। 

মন্তব্য

জুলাই যোদ্ধা শহীদ হৃদয়ের বাবাকে রিকশা সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
জুলাই যোদ্ধা শহীদ হৃদয়ের বাবাকে রিকশা সহায়তা
ছবি : কালের কণ্ঠ

জুলাই যোদ্ধা শহীদ মো. আশিকুর রহমান হৃদয়ের (১৭) বাবাকে রিকশা ও আর্থিক সহায়তা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এই সহায়তা তুলে দেন। 

জেলা প্রশাসক বলেন, ‘একজন সাহসী তরুণের মৃত্যুর খবর আমাদের নাড়া দিয়েছে। তার পরিবারের কষ্ট লাঘবে আমরা যতটুকু সম্ভব সহায়তা করছি।

একজন বাবা যেন সন্তান হারিয়ে সম্পূর্ণ ভেঙে না পড়েন, সেই জন্য তাকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে। এ ছাড়া তার অসুস্থ ছোট ছেলের চিকিৎসা যেন সঠিকভাবে হয় সেটিও আমরা নিশ্চিত করব।’

আরো পড়ুন
৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

তিনি আরো বলেন, ‘সরকার সব সময় মানুষের পাশে আছে। বিশেষ করে যারা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে।

তাদের পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

হৃদয় ৪ এপ্রিল বিকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

মন্তব্য

৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।

বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ