কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্ধুদের সঙ্গে দুধকুমার নদে গোসল করতে নেমে সাজিম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকার দুধকুমার নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাজিম (১৪) পৌরসভার নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়া জানান, রবিবার দুপুরে সাজিম তার তিন বন্ধুসহ দুধকুমারে গোসল করতে নামে।
এ সময় স্রোতস্বিনী দুধকুমার তারা সাঁতার দিয়ে পাড়ি দেয়। এরপর ওপাড়েই বসে থাকে একজন। ফের এপাড়ের উদ্দেশ্যে সাঁতার দেয় তিনজন। এর মধ্যে দুইজন সাঁতার দিয়ে কিনারে উঠতে পারলেও স্রোতের টানে ডুবে যায় সাজিম। তখন থেকেই সে নিখোঁজ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘রংপুর থেকে ডুবুরি দল আসছে। তারপর তারা উদ্ধার অভিযান শুরু করবেন।’
সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি জানান, সাজিমের সাথে গোসল করতে আসা বন্ধুদের একজন তাকে ফোন করে জানায় তার ছেলের নিখোঁজের বিষয়টি।
তখন থেকেই তিনি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বসে আছেন নদের কিনারে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিখোঁজ কিশোরের উদ্ধার অভিযান চলছে।
ঘটনার পর থেকেই স্থানীয়রা ঝাকিজাল, কাঁকড়া জালসহ বিভিন্ন জাল দিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।