গলাচিপায় মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
গলাচিপায় মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩
সংগৃহীত ছবি

পটুয়াখালীর গলাচিপায় মোটারসাইকেল ও মালবাহী টমটমের (স্যালো ইঞ্জিন চালিত) মুখোমুখি সংঘর্ষে মোটারসাইকেল চালক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল চালক মো. তামিম তালুকদার উপজেলার সদর ইউনিয়নের লতিফ তালুকদারের ছোট ছেলে।

আরো পড়ুন
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি গলাচিপা সদর ইউনিয়ন থেকে তামিম তার নিজের মোটরসাইকেলে আরো তিনজন আরোহী নিয়ে ঘুরতে বের হন।

এ সময় তারা গলাচিপা-উলানিয়া সড়কের দেওয়ান বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম, মোকলেছ, আরাফাত ও রেদওয়ান গুরুতর আহত হন।

আহতদের গলাচিপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসকরা তামিমকে মৃত ঘোষণা করেন। আহত মোকলেছ, আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়।

আরেক আহত রেদওয়ানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন
চোখের যে সমস্যা বলে দেবে ডায়াবেটিসের লক্ষণ

চোখের যে সমস্যা বলে দেবে ডায়াবেটিসের লক্ষণ

 

গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তামিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

গোয়ালন্দে মাইক্রোবাসের চাপায় প্রতিবন্ধী নারী নিহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
গোয়ালন্দে মাইক্রোবাসের চাপায় প্রতিবন্ধী নারী নিহত
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে রাস্তা পার হতে গিয়ে চলন্ত মাইক্রোবাসের চাপায় শাবানা আক্তার (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী নারী নিহত ও পিংকি আক্তার নামে অপর এক কিশোরী আহত হয়েছেন। 

নিহত বাকপ্রতিবন্ধী শাবানা স্থানীয় দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামুদ্দিন মোল্লারপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী গহের আলী প্রামানিকের স্ত্রী। 

আরো পড়ুন
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

 

রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত পিংকিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ ও চালককে আটক করেছে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


 

মন্তব্য

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি
ছবি: কালের কণ্ঠ

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রবিবার (৬ এপ্রিল) বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি। 

কবর জিয়ারত শেষে আবু সাঈদের বাড়িতে গিয়ে সাঈদের পরিবারের সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান বিচারপতি।

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

দুধকুমার নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
দুধকুমার নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্ধুদের সঙ্গে দুধকুমার নদে গোসল করতে নেমে সাজিম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকার দুধকুমার নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাজিম (১৪) পৌরসভার নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়া জানান, রবিবার দুপুরে সাজিম তার তিন বন্ধুসহ দুধকুমারে গোসল করতে নামে।

এ সময় স্রোতস্বিনী দুধকুমার তারা সাঁতার দিয়ে পাড়ি দেয়। এরপর ওপাড়েই বসে থাকে একজন। ফের এপাড়ের উদ্দেশ্যে সাঁতার দেয় তিনজন। এর মধ্যে দুইজন সাঁতার দিয়ে কিনারে উঠতে পারলেও স্রোতের টানে ডুবে যায় সাজিম।
তখন থেকেই সে নিখোঁজ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘রংপুর থেকে ডুবুরি দল আসছে। তারপর তারা উদ্ধার অভিযান শুরু করবেন।’

সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি জানান, সাজিমের সাথে গোসল করতে আসা বন্ধুদের একজন তাকে ফোন করে জানায় তার ছেলের নিখোঁজের বিষয়টি।

তখন থেকেই তিনি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বসে আছেন নদের কিনারে।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিখোঁজ কিশোরের উদ্ধার অভিযান চলছে।

ঘটনার পর থেকেই স্থানীয়রা ঝাকিজাল, কাঁকড়া জালসহ বিভিন্ন জাল দিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।

মন্তব্য

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) তিনলাখ পীর এলাকায় এই ঘটনা ঘটে।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

আরো পড়ুন
মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহনন

তিনি আরো জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ