রূপগঞ্জে দেশি-বিদেশি মদসহ গ্রেপ্তার ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
রূপগঞ্জে দেশি-বিদেশি মদসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৮ বোতল বিদেশী মদ ও ২০ লিটার দেশিয় চোলাইমদসহ মনির হোসেন নামের এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন রূপগঞ্জের কলাতলী এলাকার আফর উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলকান্দাইল বিজয়নগর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশিয় চোলাইমদ একজনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

জাজিরায় হাতবোমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাজিরায় হাতবোমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
সংগৃহীত ছবি

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। এ নিয়ে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন। পরে পুলিশ ও যৌথবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

 

পুলিশ জানায়, আজ রবিবার পুলিশের একজন এসআই বাদী হয়ে ৮৮ জনের নামে মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয়ধারী আরো এক হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি দুলাল আখন্দ বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন এসআই বাদী হয়ে মামলা করেছেন।

ইতিমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি সংবাদদাতা
হিলি সংবাদদাতা
শেয়ার
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ টানা ৯ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) হিলি স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ সাপ্তাহিক ছুটির কারণে গেল ২৯ মার্চ থেকে গতকাল ৫ এপ্রিল পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ রবিবার শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

প্রাসঙ্গিক
মন্তব্য
গোপালগঞ্জ

বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত ও তার পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন। নিহতের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার হোগলাবুনিয়া গ্রামে। ওই গ্রামের লতিফ হাওলাদারের স্ত্রী তিনি।

রবিবার (৬ এপ্রিল) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন
সরকারি খালের মাটি বিক্রির অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

সরকারি খালের মাটি বিক্রির অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

 

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
টিকটক করতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

টিকটক করতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

 

ঘোনাপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠনের নেতা শোভন ও জয় খান গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তাকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। শোভন মেহেরপুর পৌর এলাকার ক্যাশব পাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয়খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে।

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ