বিএফডিসিতে অঞ্জনার প্রথম জানাজা সম্পন্ন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বিএফডিসিতে অঞ্জনার প্রথম জানাজা সম্পন্ন
বিএফডিসিতে চিত্রনায়িকা অঞ্জনার প্রথম জানাজা সম্পন্ন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিনগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ দুপুরে অভিনেত্রীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বিএফডিসিতে। যেখানে তাকে শ্রদ্ধা জানিয়েছে বিনোদন অঙ্গনের ব্যক্তিত্বরা।

আরো পড়ুন
আমরা যেন মানুষকে ক্ষমা করতে শিখি : লারা লোটাস

আমরা যেন মানুষকে ক্ষমা করতে শিখি : লারা লোটাস

 

শনিবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি প্রবেশ করে চলচ্চিত্রের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসির ভেতরে। সেখানে অঞ্জনাকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক ছটকু আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরী, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমানসহ চলচ্চিত্র ও অভিনয় জগতের অনেকে।

আরো পড়ুন
ভারত-পাকিস্তানসহ নয় দেশের একাধিক ভাষায় অঞ্জনার ছবির রেকর্ড

ভারত-পাকিস্তানসহ নয় দেশের একাধিক ভাষায় অঞ্জনার ছবির রেকর্ড

 

ওই সময় অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি জানান, বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে আরেকবার জানাজা শেষে বনানী কবরস্থানে শেষ শয্যায় শায়িত হবেন অঞ্জনা।

মায়ের অসুস্থতা নিয়ে মনি বলেন, ‘আম্মু সুস্থ ছিল, জ্বর আসত আবার চলে যেত। ১৫ দিন আগে বাসায় মেহমান এসেছিল সবাইকে নিজ হাতে রান্না করে খাইয়েছে। তারপরই অসুস্থ হয়ে গিয়েছিল। সাধারণ জ্বর ভেবে ওষুধ খাচ্ছিল, হাসপাতালে যেতে চাইত না।

অসুস্থতা বাড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। গত চারদিন আগেও আইসক্রিম খেতে চেয়েছিল।’

আরো পড়ুন
চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

 

কান্নায় ভেঙে পড়ে মনি বলেন, ‘আমার সারাজীবনের আফসোস থাকবে। আমি কখনো বুঝতেই পারিনি আম্মুর ভেতরে এমন অসুস্থতা ছিল। এমন সুস্থ একজন মানুষের ভিতরে এতটা অসুখ কীভাবে বাঁধল।

আরো পড়ুন
‘হ্যাঁ, বিয়ে করেছি’, জানালেন তাহসান

‘হ্যাঁ, বিয়ে করেছি’, জানালেন তাহসান

 

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে তাঁর শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

আলিয়ার প্রাক জন্মদিনে সুখবর দিলেন রণবীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আলিয়ার প্রাক জন্মদিনে সুখবর দিলেন রণবীর
সংগৃহীত ছবি

আগামীকাল আলিয়া ভাটের জন্মদিন। তার আগে পাপারাজ্জিদের সঙ্গে প্রি-বার্থডে সেলিব্রেশনে মাতলেন মহেশ কন্যা। প্রিয়তমাকে জড়িয়ে কপালে আলতো চুমু এঁকে দিলেন রণবীর কাপুর। কেক কাটার সময় হালকা করে একটু কোমর দুলিয়ে নিলেন আলিয়া।

  সংবাদমাধ্যমের সঙ্গে প্রাক জন্মদিন সেলিব্রেশনের সময় কেক কেটে আগে নিজেই মুখেই নিয়ে নেন রণবীর ঘরণী। তারপরই বলে ওঠেন, ‘ইয়ামি’। 

আগামীকাল ৩২-এ পা দেবেন আলিয়া ভাট। হলি উৎসবের আনন্দের মধ্যেই কাপুর পরিবার আলিয়ার জন্মদিন সেলিব্রেশনে মেতে ওঠবে সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখছে না।


 
আলিয়ার প্রাক জন্মদিন পালনের মুহূর্তে এক সুখবর দিলেন রণবীর। ‘ব্রহ্মাস্ত্র ২’-র খবরে সিলমোহর দিলেন অভিনেতা। জানিয়ে দিলেন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা করা হবে। 

এসময় রণবীর কাপুর বলেন, ‘অয়ন মুখোপোধ্যায় দীর্ঘদিন ব্রহ্মাস্ত্র নিয়ে স্বপ্ন দেখেছেন।

এই মুহূর্তে ‘ওয়ার ২’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবি মুক্তির পরই ‘ব্রহ্মাস্ত্র ২’-র কাজ শুরু হবে। এখনই ছবি নিয়ে বেশি কিছু বলছি না। তবে ব্রহ্মাস্ত্র ২ আসবে।’ 

প্রসঙ্গত, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘ওয়ার ২’।

এরপরই সম্ভবত শুরু হবে ‘ব্রহ্মাস্ত্র ২’। 

মন্তব্য

আছিয়ার মৃত্যু প্রতিটি শিশু ও নারীর আজীবনের অভিশাপ, ফেসবুকে জয়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আছিয়ার মৃত্যু প্রতিটি শিশু ও নারীর আজীবনের অভিশাপ, ফেসবুকে জয়
সংগৃহীত ছবি

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মৃত্যু হয় মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

আছিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশের মানুষ। সাধারন মানুষের পাশাপাশি প্রতিক্রিয়া জানাচ্ছেন বিনোদন জগতের তারকারাও।

সেই সঙ্গে চাইছেন ধর্ষকের দ্রুত বিচার। 

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পোস্টে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ।

এর পর তিনি বলেন, প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।

শাহরিয়ার নাজিম জয় ছাড়াও প্রতিবাদ জানিয়ে ধর্ষকের দ্রুত বিচার চেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, জায়েদ খান, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, শাহনাজ খুশিসহ আরও অনেকেই।

মন্তব্য

‘ইত্যাদি’র নৃত্যে চমক, একসঙ্গে তারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘ইত্যাদি’র নৃত্যে চমক, একসঙ্গে তারা
সংগৃহীত ছবি

বরাবরের মতো এবারের ঈদেও চমক নিয়ে হাজির হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইত্যাদির নাচ মানেই বর্ণাঢ্য আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

 

আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন অভিনেত্রী সাফা কবির, সামিরা খান মাহি, পারসা ইভানা ও সাদিয়া আয়মান। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। 

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে, তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।

ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলোকে তার চেয়ে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।

নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক।

ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

মন্তব্য

৫৯ বসন্ত পেরিয়ে আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫৯ বসন্ত পেরিয়ে আমির
সংগৃহীত ছবি

দেখতে দেখতে জীবনের ৫৯ বসন্ত পেরিয়ে ৬০-এ পা দিলেন বলিউড সুপারস্টার আমির খান। জন্মদিন উপলক্ষ্যে সহকর্মী থেকে শুরু করে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন। মাত্র ৮ বছর ৮ মাস বয়সে ‘ইয়াদোঁ কী বারাত’ ছবিতে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ২৩ বছর বয়সে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় শুরু করেন।

আমিরের সেই চলচ্চিত্র যাত্রা আজও চলমান। আমিরের ক্যারিয়ারের শুরু রোমান্টিক ছবি দিয়ে হলেও পরবর্তীতে তিনি ‘লগান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘দঙ্গল’, ‘পিকে’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো একাধিক ব্যতিক্রমী সিনেমা দিয়ে নিজেকে অন্য সুপারস্টারদের থেকে আলাদা করেছেন। ছবির চিত্রনাট্য নির্বাচন নিয়ে আমির খুবই খুঁতখুঁতে, যে কারণে তাঁর নামের সঙ্গে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা জুড়ে গেছে।

সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ আলাপ করেন আমির।

খোলামেলা কথা বলেন অনেক বিষয় নিয়ে। আমির বলেন, ‘আমি কখনোই ‘পারফেক্ট’ মনে করি না নিজেকে। জীবনে অনেক জায়গায় আমি ইমপারফেক্ট।’ তিনি আরো বলেন, ‘ছবি নির্বাচনের সময় আমি শুধু মনের মতো চিত্রনাট্য খুঁজে পাই।
দর্শকের প্রতিক্রিয়া নিয়ে আমি কখনো চিন্তা করি না।’

চলচ্চিত্র জীবনের কিছু ব্যর্থতা নিয়ে তিনি জানান, ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তির আগেই বুঝে গিয়েছিলেন যে ছবিটি চলবে না, তবে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। ক্যারিয়ারে সময় দিতে গিয়ে নিজের পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেননি আমির। এর জন্য এখন বেশ খারাপ লাগা অনুভব হয় বলেও জানান তিনি।

পরিবারের কথা উল্লেখ করে আমির বলেন, ‘সব সময় আমার লক্ষ্য ছিল দর্শকদের হৃদয় জয় করা।

কিন্তু নিজের পরিবারকে আমি নিজের অজান্তেই দূরে ঠেলে দিয়েছিলাম। ওই সময়ে আইরার (মেয়ে) আমাকে প্রয়োজন ছিল। জুনাইদ (ছেলে) আমাকে ছাড়া বড় হয়ে উঠেছে। সিনেমার জগতে আমি এক পরিবার গড়ে তুলেছিলাম। সেই পরিবারের সবার চাহিদা, সুখ-দুঃখের কথা জানতাম। কিন্তু নিজের পরিবারের মানুষদের মনের খবর আমি তখন রাখিনি।’

আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে পিভিআর সিনেমা আয়োজন করেছে একটি চলচ্চিত্র উৎসব। যেখানে আমির অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি যেমন ‘আন্দাজ আপনা আপনা', ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রং দে বাসন্তী’, ‘লগান’, ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়েটস’ প্রভৃতি প্রদর্শিত হবে ২৭ মার্চ পর্যন্ত।

মন্তব্য

সর্বশেষ সংবাদ