অনেক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেম স্বীকার করলেন এবং নিজের প্রেমিকাকে প্রকাশ্যে নিয়ে আসলেন বলিউড তারকা আমির খান। জানালেন, ১৮ মাস ধরে বেঙ্গালুরুর গৌরী স্প্রাটের সঙ্গে প্রেম করছেন তিনি।
২৫ বছর আগে তাদের পরিচয় হয়েছিল, এর পর গত দেড় বছর ধরে সম্পর্কে।
নিজের ৬০তম জন্মদিনে এ কথা ঘোষণা করেন মিস্টার পারফেকশনিস্ট।
অভিনেতা বলেন, ‘আমরা মনস্থির করেছি এই সম্পর্ক নিয়ে এখন জনসমক্ষে বলার সময় এসেছে। ১৮ মাস ধরে আমরা সম্পর্কে। এর পর থেকে আমাদের আর আপনাদের কাছে কিছু লুকাতে হবে না।
’
ভক্তদের সঙ্গে গৌরীকে পরিচয় করিয়ে দেওয়ারও পরিকল্পনা করে রেখেছেন আমির। অভিনেতা জানান, গৌরী এ সবকিছুর সঙ্গে তেমন অভ্যস্ত নন। তাই তাকে কিছুটা হলেও সব কিছুর জন্য প্রস্তুত করতে সময় লেগেছে আমিরের।
আমির আগেই বুঝে গিয়েছিলেন তার প্রেমিকা অর্থাৎ গৌরীকে একঝলক দেখতে মরিয়া হয়ে উঠবে তার ভক্তরা।
তাই তড়িঘড়ি একজন ব্যক্তিগত দেহরক্ষীও নিয়োগ করেছেন প্রেমিকার জন্য।
এ প্রসঙ্গে আমির বলেন, ‘আমি গৌরীর কথা সবাইকে জানানোর আগে থেকেই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করেছি। তবে এটা কেবল আমার নিজের মনের শান্তির জন্য করা।’
ভারতীয় সংবাদ মাধ্যমকে আমির জানান, গৌরীর সঙ্গে আগে শাহরুখ ও সালমানের পরিচয় করিয়ে দেন তিনি। তার পর বাকিদের জানান।
২৫ বছর আগে বেঙ্গালুরুর এই কন্যার সঙ্গে পরিচয় অভিনেতার। দীর্ঘ বছরের এই পরিচয়ের পর গত দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিনেতা। তবে এখন সকলের মনে একটাই প্রশ্ন, প্রেমিকা গৌরীর সঙ্গে কি শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন আমির? নাকি এভাবেই কাটিয়ে দেবেন বাকি জীবন।
প্রসঙ্গত, বেঙ্গালুরুতে একটি বিউটি সেলুন রয়েছে গৌরির মায়ের। তার শিক্ষাজীবন শুরু হয় ব্লু মাউন্টেন বিদ্যালয়ে। এরপর তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন কোর্স, এফডিএ স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে মুম্বাইয়েও তার বিউটি সেলুন রয়েছে।
গৌরী স্প্রাট আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন। গৌরি ছয় বছরের এক সন্তানের মা।