<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন বছরের প্রথম চার দিনে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় চার ভারতীয় নাগরিককেও আটক করা হয়। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। সর্বশেষ গতকাল সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ার, টারগেট ট্যাবলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, ও শিং মাছ জব্দ করে। পাশাপাশি চোরাচালানি মালপত্র পরিবহনে ব্যবহৃত পিকআপ ও ট্রাক আটক করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>