<p>রুশ বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কুরাখোভ শহরের নিয়ন্ত্রণ দখল করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।</p> <p>দেশটির মন্ত্রণালয় বলেছে,  কুরাখোভের ওপর নিয়ন্ত্রণ অর্জন ইউক্রেনীয় সেনাদের ‘লজিস্টিক এবং প্রযুক্তিগত সহায়তা উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করেছে।’ কুরাখোভ পোকরোভস্ক থেকে ৩২ কিমি (২০ মাইল) দক্ষিণে অবস্থিত, একটি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় লজিস্টিক হাব যে দিকে রাশিয়া কয়েক মাস ধরে অগ্রসর হচ্ছে।</p> <p>এদিকে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ড্রোন নিয়ে রাতে দেশটিতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। টানা প্রায় তিন বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এর মধ্যেই ড্রোন হামলার এই ঘটনা ঘটল।</p> <p>কুরস্ক অঞ্চলে ইউক্রেন নতুন করে আক্রমণ শুরু করেছে। পাশাপাশি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনীয় আক্রমণকারী দলকে প্রতিহত করার চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারাও অভিযান চালানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। গত বছরের আগস্টে প্রথমবার ইউক্রেন কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছিল এবং উল্লেখযোগ্য অঞ্চল দখল করেছিল। গত কয়েক মাসে রুশ বাহিনী সেখানে বড় অগ্রগতি করেছে, ইউক্রেনীয়দের পিছু হটতে বাধ্য করেছে, তবে তাদের পুরোপুরি অপসারণ করতে পারেনি।</p> <p>সূত্র : রয়টার্স<br />  </p>