<p>ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘কুরস্ক অঞ্চল থেকে ভালো খবর আসছে এবং রাশিয়া তার প্রাপ্য শাস্তি পাচ্ছে।’ রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে হামলা শুরুর পর এই মন্তব্য করেন তিনি। রবিবার (৫ জানুয়ারি) ইউক্রেনীয় কর্মকর্তারা এই অভিযানের কথা জানান। </p> <p>ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত বছরের আগস্টে প্রথমবার কুরস্ক অঞ্চলে অভিযান চালিয়েছিল ইউক্রেন। এ সময় উল্লেখযোগ্য অঞ্চল দখল করেছিল ইউক্রেনীয় বাহিনী। তবে গত কয়েক মাসে রুশ বাহিনী সেখান থেকে ইউক্রেনীয়দের পিছু হটতে বাধ্য করেছে, তবে তাদের পুরোপুরি সরাতে পারেনি।</p> <p>রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রবিবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জানায়, ‘স্থানীয় সময় সকাল ৯টার দিকে কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতি থামাতে শত্রুরা দুটি ট্যাংক, একটি প্রতিবন্ধকতাবিরোধী যান এবং ১২টি যুদ্ধযানের সমন্বয়ে হামলা চালিয়েছে।’  </p> <p>ইউক্রেনের শীর্ষ প্রতিরোধ তথ্য কর্মকর্তা আন্দ্রি কোভালেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, কুরস্কে রুশরা বড় ধরনের উদ্বেগের মধ্যে রয়েছে। তাদের ওপর বিভিন্ন দিক থেকে হামলা হয়েছে, যা তাদের জন্য বিস্ময়ের কারণ হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736136298-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো</p> </div> </div> </div> </div> </div> <p>তবে এই আক্রমণটি ফ্রন্টলাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনীয় বাহিনী বর্তমানে জনবলের সংকটে ভুগছে এবং পূর্বাঞ্চলে অবস্থান হারাচ্ছে বলে জানা গেছে। রুশ বাহিনী সেখানে অগ্রসরমান।</p>