<p>প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর তিনি আশ্রয় নেন ভারতে। এখনও তিনি ভারতেই আছেন। তবে শেখ হাসিনা 'অতিথি' নাকি 'রাজনৈতিক আশ্রয়ে' ভারতে অবস্থান করছেন সেবিষয়ে স্পষ্ট করেনি দেশটি।</p> <p>দেশ ছাড়ার পর বিভিন্ন সময় শেখ হাসিনার বিবৃতি প্রকাশ্যে আসে। কখনও নিজেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীও দাবি করতে দেখা গেছে তাকে। আবার বিভিন্ন সময় শেখ হাসিনার কণ্ঠ সদৃশ ফোনালাপ শোনা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের বাইরে দলের কয়কেটি অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতির অডিও বক্তব্যও শোনানো হয় নেতাকর্মীদের।</p> <p>তবে ৫ আগস্টের পর প্রকাশ্যে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি শেখ হাসিনার মুখ। সবশেষ ৫ আগস্ট দেশ ছাড়ার সময় বিমানে ওঠার একটি ভিডিওতে দেখা যায় শেখ হাসিনাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার ওপর আপনার রাগ লাগে না? উত্তরে যা বলেন খালেদা জিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736146469-a3dbb3adc1426d6a40a9e3999384f20f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার ওপর আপনার রাগ লাগে না? উত্তরে যা বলেন খালেদা জিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465588" target="_blank"> </a></div> </div> <p>২০২৪ সালের শুরুতে ডামি নির্বাচনে ক্ষমতা আঁকড়ে থাকার মাত্র ৭ মাসের মাথায় তীব্র জনরোষে গত ৫ আগস্ট গদি ছেড়ে পালাতে বাধ্য হন টানা চারবারের প্রধানমন্ত্রী। ২০১৪, ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে সরকার গঠনের পর ২০২৪ সালের ৭ জানুয়ারি আরেকটি বিতর্কিত ডামি নির্বাচনে আবারও ক্ষমতা দখল করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়ক পরিচয়ে বক্তব্য শেষে আটক মাহফুজ, অতঃপর যা ঘটল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736148949-aab311188b4cfc678fb5f645f2a09e93.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়ক পরিচয়ে বক্তব্য শেষে আটক মাহফুজ, অতঃপর যা ঘটল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465603" target="_blank"> </a></div> </div> <p>এরপর শুরু হয় কোটাবিরোধী আন্দোলন। যা এক সময় রূপ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলন শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা।</p> <p>সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া সরকার পতনের এক দফা আন্দোলনের আগে-পরের বিক্ষোভ-সংঘাত-সহিংসতায় অন্তত ৬৫০ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয়-ওএইচসিএইচআর।</p> <p>ওএইচসিএইচআর—এর ১০ পৃষ্ঠার ওই প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং আন্দোলনকারীদের তথ্য অনুযায়ী ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে নিহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর ৫ আগস্ট ও এর পরে মৃত্যু হয় প্রায় ২৫০ জনের।</p>