<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের ২ নম্বর লক্ষ্মীপুরে সালাউদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে স্থানীয় এক ব্যক্তি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। তিনি সাত বছর ধরে উপজেলার ৪ নম্বর বাংলা বাজারের মসজিদ মার্কেটে সেলুনের ব্যবসা করে আসছিলেন। তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p>