<p>বিপিএলের সিলেট পর্ব আজ সোমবার থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্স মোকাবিলা করবে রংপুর টস জিতে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান সিলেটকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন।</p> <p>বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটিতে জিতে  রংপুর অবস্থান করছে টেবিলের শীর্ষে। অন্যদিকে, এক ম্যাচ খেলা সিলেট রয়েছে সবার নিচে। </p> <p>চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো রংপুরের বিপক্ষে মাঠে নামছে সিলেট। এর আগে শের-ই বাংলায় প্রথম ম্যাচে সিলেটকে ৩৪ রানে হারিয়েছিল রংপুর।</p>