<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) এক কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. কলিমউদ্দিন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত মো. কলিমুদ্দিন নাটোরের লালপুর উপজেলার ধোপাইল গ্রামের ইব্রাহিম আলীর ছেলে বলে জানা গেছে। তাঁর কয়েদি নম্বর-২৫৫১/এ। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, কলিমুদ্দিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ গত ৩০ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তিনি হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আমানুল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিন আগে নাটোর কারাগার থেকে ওই বন্দিকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল।</span></span></span></span></span></p>