<p style="text-align:justify">ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের শনিবারের সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ।</p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুরে সদর উপজেলার চিনাইর কলেজ সংলগ্ন বালুর মাঠে সমাবেশের ডাক দিয়েছে ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এতে সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্সহ অনেকে উপস্থিত থাকবেন।</p> <p style="text-align:justify">এদিকে, ওই সমাবেশের বিরোধিতা করে প্রতিহত করাসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হচ্ছে।এ অবস্থায় সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।</p> <p style="text-align:justify">ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। এনিয়ে ফেসবুকে বিভিন্ন লেখালেখি হচ্ছে। এ অবস্থায় সমাবেশ ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।</p>