<p>নতুন জীবনে সংগীত-অভিনয়শিল্পী তাহসান খান। বিয়ে করছেন এই তারকা। বধূর নাম রোজা আহমেদ। গতকাল (৩ জানুয়ারি) রাত থেকেই এটি নিয়ে কথার চালাচালি। অবশেষে রোজাকে সামনে আনলেন গায়ক। হাতে হাত রেখে আদুরে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে প্রশ্ন জুড়ে দিয়েছেন, সেই তুমি কে?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মায়ের কিডনিতে নতুন জীবন পেলেন অপূর্ব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735994366-fe5df232cafa4c4e0f1a0294418e5660.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মায়ের কিডনিতে নতুন জীবন পেলেন অপূর্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/04/1464881" target="_blank"> </a></div> </div> <p>শনিবার (৪ জানুয়ারি) <a href="https://www.facebook.com/tahsanfans" target="_blank">ফেসবুকে</a> শেয়ার করা ছবির সঙ্গে তাহসান একটি গানের পঙ্‌ক্তি জুড়ে দেন। ঠিক প্রশ্নও নয়, তার নিজের গানের গোটা চারেক বাক্য সেঁটে দিয়েছেন ছবির পোস্টে। লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’</p> <p>তার মানে তাহসান আবারও নিশ্চিত করছেন রোজার সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগ প্রতিষ্ঠিত করেছে যে ভারতই স্বাধীনতা এনে দিয়েছে : সারজিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735994280-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগ প্রতিষ্ঠিত করেছে যে ভারতই স্বাধীনতা এনে দিয়েছে : সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/04/1464880" target="_blank"> </a></div> </div> <p>সেসব বিষয়ে তাহসান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।’</p> <p>ঘনিষ্ঠজনদের মতে, ঘরোয়া আয়োজনে তাদের গায়েহলুদ ও বিয়ে হয়েছে। রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।</p>