<p style="text-align:justify">ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। </p> <p style="text-align:justify">আহতদের মধ্যে আঙ্গুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫) পারুল আক্তার (৩০), জুলহাস (২৫) জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। </p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিষয়ে ইমামবাড়ি এলাকার খোরশিদ মিয়ার ছেলে শরীফের সঙ্গে মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার দ্বন্দ্ব চলছিল। বুধবার দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।</p> <p style="text-align:justify">সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরেই দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। </p>