<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালীগঞ্জে চাঁদা আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এ সময় একটি ডাম্প ট্রাকে আগুন দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, প্রতি রাতে রূপগঞ্জ থেকে মাটিভর্তি ডাম্প ট্রাক কালীগঞ্জে আসে। এসব ট্রাক থেকে বিভিন্ন চক্র নিয়মিত চাঁদা আদায় করে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে একটি ডাম্প ট্রাক রূপগঞ্জ থেকে কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় এলে স্থানীয় একটি গ্রুপ ট্রাক থামিয়ে চাঁদা চায়। এ সময় আরেকটি গ্রুপের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ডাম্প ট্রাকের চালক ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, আইনগত ব্যবস্থা নিতে ডাম্প ট্রাকের চালক ও হেল্পারকে আনা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>