ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে রফাদফা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে রফাদফা
প্রতীকী ছবি

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা সালিশের মাধ্যমে ফয়সালা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। ঘটনার পর চার অভিযুক্ত লাপাত্তা থাকলেও টাকার বিনিময়ে রফাদফা করে প্রকাশ্যে আসেন তারা। এ নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

প্রায় ১৫ দিন আগে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল ওই কিশোরী। পথ আটকিয়ে তাকে স্থানীয় একটি বাসায় নিয়ে যায় অভিযুক্ত চার ব্যক্তি। সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করে তারা। 

ঘটনাটি জানাজানি হলে কিশোরীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এক পর্যায়ে কিশোরী গুরুতর অসুস্থ হলে স্থানীয়ভাবে চিকিৎসাও করায় পরিবার। এ ঘটনার বিচার চাইতে গিয়ে নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পড়ে বিপাকে। স্থানীয় সালিশকারীরা ঘটনার তিন দিন পর কিশোরীর বাড়িতেই সালিশে বসেন। চার অভিযুক্তকে সাত লাখ টাকা জরিমানা ধার্য করেন।
 সালিশে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক দুজন জানান, সালিশে মেয়ের পরিবারের কাছ থেকেও আইনে যাবে না মর্মে মুচলেকাও আদায় করা হয়। এ ঘটনার ১০-১২ দিন পার হলে অভিযুক্তরা পালিয়ে ছিল তা প্রকাশ্যে আসে। এতে এলাকায় ব্যাপক প্রচার হয়।

শনিবার সকালে কিশোরীর মা বলেন, ‘আমি কার কাছে বিচার চাইব। ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি।

আমার তো ইজ্জত-সম্মান আছে। তা ছাড়া আরো সন্তান আছে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সব বাদ দিয়েছি। এ ঘটনায় আমার আর কোনো অভিযোগ নেই।’

পাশে দাঁড়িয়ে থাকা কিশোরীর ভাই বলে ওঠেন, ‘আলম মিয়াই সব করছে।’ আলম কে জানতে চাইলে তিনি বলেন, ‘হেও আছিঁন।’  কিশোরী কোথায় জানতে চাইলে তার মা বলেন, ‘হের অসুখ।’

অভিযুক্তদের একজন আব্দুল সালাম বলেন, ‘এইডা তো শেষ অইছে। চেয়ারম্যানই শেষ করছেন।’ আপনি তো জড়িত জানতে চাইলে সালাম বলেন, ‘হ আমারে জড়ায়ছে। মেয়েডার নিরপাত্তা দিতে গিয়া আমি ফাইস্যা গেছি।’ আর কারা ফাঁসছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ওয়াহেদ, জামান, ও আলম।’

সালিশে সভাপত্বি করেন স্থানীয় চণ্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহাব উদ্দিন ভুইয়া। তিনি কালের কণ্ঠকে জানান, তিনি সালিশে উপস্থিত ছিলেন, তবে তিনি কোনো জরিমানা ধরেননি। অভিযুক্তদের বলা হয়েছিল তারা যেন মেয়ের পরিবারের সঙ্গে সমাঝোতা করে। তা ছাড়া আনুষঙ্গিক সব যেন করে। কোনো ঝামেলা যেন না হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, তিনি অনেক পরে বিষয়টি শুনেছেন। তবে এ ঘটনাটি নিয়ে কাজ করছেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে বর্তমান ও সাবেক দুই ইউপি মেম্বারের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, বোড়াশী ইউনিয়নের বর্তমান মেম্বার মিটু মোল্লার সঙ্গে সাবেক মেম্বার আলিম মোল্লার সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলেছিল। এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে আজ সোমবার রাত ৮টার দিকে মিটু মোল্লার নেতৃত্বে তার সমর্করা আলিম মোল্লাসহ তার লোকজনের উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । 

মন্তব্য

চাঁদা না দেওয়ায় সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
চাঁদা না দেওয়ায় সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
সংগৃহীত ছবি

ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের এ ঘটনায় সোমবার (১৭ মার্চ) বিকেলে সালথা থানায় একটি মামলা করেছেন আহত গোলাম মোস্তফার স্ত্রী মোসা. মঞ্জু বেগম।

মামলার বাদী মঞ্জু বেগম কালের কণ্ঠকে বলেন, হামলা-মামলার ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোস্তফার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন রহমান মিয়া ও হুমাউন মিয়াসহ তাদের সহযোগিরা। ওই টাকা না দেওয়ায় গত রবিবার (১৬ মার্চ) সকালে বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করার সময় মোস্তফার উপর অতর্কিত হামলা চালায় রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ৫-৬।

এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় সোমবার একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

জানা গেল রাফির স্ত্রীর পরিচয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জানা গেল রাফির স্ত্রীর পরিচয়
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন রাফি। 

রাফি তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোআ একান্ত কাম্য।

০৩/১২/১৪৩১ বাংলা।’ তবে তিনি কোথায় বিয়ে করেছেন তা উল্লেখ করেননি। অপর আরেকটি পোস্টে জান্নাতুল ফেরদৌস নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্টাটাসও দেন তিনি। 

আরো পড়ুন
গরু ডাকাতির সময় আটক ৪

গরু ডাকাতির সময় আটক ৪

 

এদিকে রাফির ওই পোস্টের পরেই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণি-পেশার পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন।

এছাড়াও রাফির পোস্ট করা জান্নাতুল ফেরদৌস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায়, দুজনের একটি ছবি পোস্ট করে জান্নাতুল ফেরদৌসও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৭/০৩/২০২৫।’ 

জানা যায়, জান্নাতুল ফেরদৌস বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা নামক এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

 

জান্নাতুল ফেরদৌস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করতেন। সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবারের সম্মতিতে রাফি এবং জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়েছে।

জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে। গত মাসের ৮ তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। পরে আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

তবে পরবর্তী আনুষ্ঠানিকতার তারিখ বা কোনো দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

নওগাঁয় অবৈধ মজুদ ২৩৮ টন ধান-চাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
শেয়ার
নওগাঁয় অবৈধ মজুদ ২৩৮ টন ধান-চাল উদ্ধার
সংগৃহীত ছবি

নওগাঁয় ধান ও চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে এক চালকল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। খাদ্য বিভাগ বাদী হয়ে এ মামলা করেছে। একইসঙ্গে মজুদ ২০৩ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালসহ গুদাম সিলগালা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই নির্দেশনা দেন।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান জানান, অবৈধ মজুতের কারণে মিলার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে শহরের পার নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলে বিধি বহির্ভূতভাবে ধান ও চাল মজুদ করা অবস্থায় পাওয়ায় ওই মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি মজুদ করা চাল ও ধানের গুদামে সিলগালা করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ