চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু
সংগৃহীত ছবি

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি সোমবার (১৭ মার্চ) হাসপাতালে যান। 

এদিকে তদন্ত কার্যক্রম চলাকালে হাসপাতালে কর্মচারীদের দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়।

সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে খুলশী এলাকায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত কার্যক্রম শেষ করে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কাছে প্রতিবেদন জমা দেব। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে আমাদের তদন্ত কার্যক্রম চলাকালে শুনেছি কর্মচারীদের দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে।

কী কারণে ঘটনাটি হয়েছে তা জানি না।  

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়োগপত্র ছাড়াই হাসপাতালে কাজ করছেন কয়েকজন কর্মচারী। এ নিয়ে গতকাল সকালে হাসপাতালে বিবদমান একপক্ষ আরেক পক্ষকে হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে দুইপক্ষ মারামারিতে জড়ান।

এ সময় গণমাধ্যমকর্মীদেরকে ঘটনার ভিডিও করতে এবং ছবি তুলতে বাধা দেওয়া হয়। কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা কিছুক্ষণ পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক-কর্মকর্তা জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তদন্ত কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করতে প্রভাবশালী একটি পক্ষ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায়। ওই পক্ষটি দীর্ঘদিন ধরে হাসপাতাল নিয়ন্ত্রণ করছে।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে আসা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দেন। মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যারা হলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সদস্য সচিব এবং চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার সদস্য।

মন্তব্য

সম্পর্কিত খবর

তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ লাখ টাকা জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে উপজেলার তিনটি ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধন-২০১৯) এর ৫,৭,৮ এর ৩ (ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিপ্লব কুমার সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব কুমার সূত্রধর জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫,৭,৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে তিন ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া এলাকার মের্সাস সুজন ব্রিকস কে ছয় লাখ, মেসার্স স্বর্ণা ব্রিকস-২ কে ছয় লাখ এবং মেসার্স সিয়াম ব্রিকসকে পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বন্ধ করে দেওয়া হয় ইটভাটার পরিচালনার সকল কার্যক্রম ।

তিনি বলেন, ‘পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।

এ উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

মন্তব্য

ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করব : শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করব : শহিদুল ইসলাম বাবুল
সংগৃহীত ছবি

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘ষড়যন্ত্র শেষ হয়নি। ওয়ান-ইলেভেনের কাহিনি কিন্তু ঘুরেফিরে এখনো চলছে। এসব ছলাকলা চলবে না।’ 

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না। হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারও লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’ এ সময় তিনি ট্রেনিং জমা দিইনি বলে হুঁশিয়ারি দেন।

 

‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবিরের আয়োজনে বিএনপি নেতা মোস্তফা কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন ও মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

মন্তব্য

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ
সংগৃহীত ছবি

গাজীপুরে ঘোড়া জবাই ও তার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর হায়দ্রাবাদ এলাকায় গিয়ে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জালাল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া জানান, ২০১১ সালের পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ব্যতীত এবং লাইসেন্স ছাড়া পশু জবাই ও তার মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে এক বছরের জেল জরিমানার বিধান রয়েছে।

 

তিনি আরো জানান, মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে ডেকে কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় বুধবার থেকে গ্রেপ্তার ও জেল জরিমানা করা হবে। 

বেশ কিছু দিন ধরে গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় দুবাই ফেরত আ ন ম নূরুল্লাহ মামুন ও তার বন্ধু শফিকুল ইসলাম ঘোড়া জবাই ও মাংস বিক্রির প্রচলন শুরু করেন। শুরুতে ২৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করতেন তারা।

ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হলে ব্যাপক চাহিদা তৈরি হয়। 

দূরদূরান্ত থেকে মানুষ ঘোড়ার মাংস নিতে ভিড় করেন। দাম কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে করা হয় ৩৫০ টাকা। ঘোড়ার মাংস বিক্রি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতামত প্রকাশ পায়।

সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। 

মন্তব্য

সৎ ও দেশপ্রেমিক শাসক ছাড়া উন্নয়ন সম্ভব নয় : দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
সৎ ও দেশপ্রেমিক শাসক ছাড়া উন্নয়ন সম্ভব নয় : দেলাওয়ার হোসেন
ছবি: কালের কণ্ঠ

সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ শাসকদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন। তিনি বলেন, আগামী দিনে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সৎ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্ব নিশ্চিত করতে মুসলমানদের উদ্যোগী হতে হবে। রোজার শিক্ষা এটাই।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁওয়ের রহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ঐতিহাসিক বদর দিবস কোরআন বিজয়ের দিবস। এই দিনে মুসলমানরা অল্প অস্ত্র নিয়েও ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে এক হাজার কাফেরকে পরাজিত করেছিল। আমরা যদি বদরের সৈনিক হতে পারি, তাহলে সংখ্যায় কম হলেও বিজয় আমাদের সুনিশ্চিত। রোজার শিক্ষা হলো বদর ও ওহুদের মতো যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা।

তিনি বলেন, আমরা আল্লাহর কাছে ছাড়া আর কারও কাছে মাথা নত করব না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাদের এই শিক্ষাই দিয়েছেন। একের পর এক নেতাকে ফাঁসি দেওয়া হলেও তারা কারও কাছে মাথা নত করেননি। আমরা তাকওয়া অর্জন করে শুধু আল্লাহর ভয়ে কাজ করব, কোনো মানুষকে ভয় করে নয়।

দেলাওয়ার হোসেন বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে কাজ করছি। অতীতে সৎ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, ভবিষ্যতেও কুরআনের আলোকে একটি সুন্দর সমাজ গড়তে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করব।

ইফতার মাহফিলে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. কফিল উদ্দিন আহমেদসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ