চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি সোমবার (১৭ মার্চ) হাসপাতালে যান।
এদিকে তদন্ত কার্যক্রম চলাকালে হাসপাতালে কর্মচারীদের দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়।
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে খুলশী এলাকায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত কার্যক্রম শেষ করে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কাছে প্রতিবেদন জমা দেব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে আমাদের তদন্ত কার্যক্রম চলাকালে শুনেছি কর্মচারীদের দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে।
কী কারণে ঘটনাটি হয়েছে তা জানি না।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়োগপত্র ছাড়াই হাসপাতালে কাজ করছেন কয়েকজন কর্মচারী। এ নিয়ে গতকাল সকালে হাসপাতালে বিবদমান একপক্ষ আরেক পক্ষকে হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে দুইপক্ষ মারামারিতে জড়ান।
এ সময় গণমাধ্যমকর্মীদেরকে ঘটনার ভিডিও করতে এবং ছবি তুলতে বাধা দেওয়া হয়। কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা কিছুক্ষণ পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক-কর্মকর্তা জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তদন্ত কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করতে প্রভাবশালী একটি পক্ষ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায়। ওই পক্ষটি দীর্ঘদিন ধরে হাসপাতাল নিয়ন্ত্রণ করছে।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে আসা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দেন। মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যারা হলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সদস্য সচিব এবং চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার সদস্য।