স্বাধীনতার ৫৪ বছর পর কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কলকিহারা খালের ওপর একটি অস্থায়ী কাঠের ব্রিজের নির্মাণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে ব্রিজটির উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলালী।
এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুল বাসার আব্দুল লতিফ, ৩ নম্বর মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা প্রকৌশলীর সার্বিক সহযোগিতায় অস্থায়ী কাঠের ব্রিজটি নির্মাণ করা হয়।
অস্থায়ী এই কাঠের ব্রিজ হওয়ায় কলকিহারার সঙ্গে তিনধোপা পাড়া, মিলনপুর, ঝিগাপাড়া, আজমীরপাড়া, মদনপাড়া, কোলপাড়া, মধ্যপাড়া, শংকরপুর ও মাঠের ভিটাসহ ২০ গ্রামের মানুষের যাতায়াতের ব্যবস্থা হলো।
স্থানীয় এলাকাবাসী জুয়েল, লিটন ও আসিফ জানান, ব্রিজ না থাকায় অনেক কষ্ট করে নৌকায় মালামাল আনা নেওয়া করা লাগত। কাঠের এই ব্রিজটি হওয়ার আমাদের সুবিধা হলো। বিশেষ করে বর্ষাকালে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
ব্রিজটি হওয়ায় আমরা সহজে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারব। তবে ব্রিজের উভয় পাশে কাঁচা রাস্তাটি উঁচু করে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে স্থায়ী ব্রিজ করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বিগত সরকারের আমলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
আমরা চাই আগামীতে যাতে আমাদের নদীবেষ্টিত এই জায়গাগুলোতে রাস্তাঘাটে যেখানে মানুষের সুবিধা হবে, সেগুলো বেছে বেছে কাজগুলোতে হাত দেওয়া।’
উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা বলেন, উপজেলার এই মোহনগঞ্জ ইউনিয়নে মাত্র দুটি রাস্তা পাকা করা বাকি। রাস্তাগুলোর বেহালদশা। জনপ্রতিনিধিদের নজরে আসার মাধ্যমে সাধ্যমতো বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘আমি এই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে সর্বাত্মক চেষ্টা করব সরকারি বরাদ্দের মাধ্যমে এলাকার উন্নয়ন করার জন্য এবং উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে চাই।
’
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী শরীফ আহমেদ, মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চর আমখাওয়া ইউনিয়ন আমির আব্দুল মজিদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনগঞ্জ ইউনিয়ন আমির আনোয়ার হোসেন প্রমুখ।