কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি
শেয়ার
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি
সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন
স্বাধীনতার ৫৪ বছর পর কলকিহারাবাসী পেল কাঠের ব্রিজ

স্বাধীনতার ৫৪ বছর পর কলকিহারাবাসী পেল কাঠের ব্রিজ

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় চারজন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একই সঙ্গে সংগঠনে থাকা দায়িত্ব থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্যসচিব তালহা জুবায়ের নাবিল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

‘বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে’

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
শেয়ার
‘বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে’
সংগৃহীত ছবি

বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে যেটা মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধানের মন্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এ ষড়যন্ত্র রুখতে পারে। তাই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জোর দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে বারখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

লায়ন হেলাল বলেন, জিয়া পরিবারের হাতেই দেশ নিরাপদ। দেশের যেকোনো ক্রান্তিকালে জিয়া পরিবার এগিয়ে এসেছে। তাই জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা ও পূর্ণ আস্থা রয়েছে।

কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই গুম, খুন, দুর্নীতি ও লুটপাটের খেলায় মেতে উঠেছে। তাই দেশের জনগণ আওয়ামী লীগকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছুড়ে ফেলেছে এবং আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতকেই অস্বস্তি ও সমস্যার মুখে ঠেলে দিয়েছে।

মন্তব্য

ভূরুঙ্গামারীতে সড়কে প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ভূরুঙ্গামারীতে সড়কে প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বল্লভের খাষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দেওয়ানের খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের স্বজনরা জানায়, আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

 

আরো পড়ুন
সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ক্লাবের শোক

তারা আরো জানায়, আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডক্টরস ক্লিনিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরি, তিন কারখানায় জরিমানা

ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরি, তিন কারখানায় জরিমানা

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি থানায় আছে।

এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরি, তিন কারখানায় জরিমানা

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরি, তিন কারখানায় জরিমানা
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশ কয়েকটি অভিযোগে ৩টি সেমাই কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চেংগ্রাম এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। 

 ইউএনও অমিত রায় বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে এক কারখানা মালিককে ৫০ হাজার, স্টেশন ডাঙ্গাপাড়ায় মাসুদ নামের একজনকে লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা ও আরো একটি কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লাইসেন্সবিহীন কারখানাগুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।’ 

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এসময় দিনাজপুর বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 

মন্তব্য

রাউজানে যুবদলকর্মী কমর হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি বিএনপি নেতা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
রাউজানে যুবদলকর্মী কমর হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি বিএনপি নেতা
নিহত কমর উদ্দিন। ছবি : সংগৃহীত

রাউজানের হলদিয়ায় অভ্যন্তরীণ কোন্দলে যুবদলকর্মী কমর উদ্দিনকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মামলা উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) মামলাটি করেন কমর উদ্দিনের স্ত্রী ডেজি আকতার।

তবে ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া। তিনি বলেন, পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছেন।

স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী ভিকটিম কমর উদ্দিন সৌদিতে ভালোই উপার্জন করতেন।

তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পর দেশে আসলে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ঈদের পর সৌদি যাওয়ার কথা ছিল তার। কিন্তু তিনি বিএনপি, যুবদলের নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে মাটিকাটা, মাটি ভরাট, সর্ত্তাখালের বালু উত্তোলন এবং বিক্রিতে জড়িত হয়ে দ্বন্দ্বে লিপ্ত হন।
অবশেষে কোন্দলে পড়ে নির্মম পরিণতির শিকার হন তিনি।

উল্লেখ্য, গত ১৫ মার্চ শনিবার রাত পৌনে ১০টার দিকে কমর উদ্দিনকে হলদিয়া আমীর হাট বাজারের পশ্চিম দিকে তাকে ছুরিকাঘাত এবং পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত যুবদল কর্মী কমর উদ্দিন (৩৪) হলদিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মনু পেটান তালুকার বাড়ির আলী মিয়ার ছেলে। নিহতের দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে প্রতিবন্ধী। নিহতরা দুই ভাই এক বোন।

পরিবারে ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল কমর।

মন্তব্য

সর্বশেষ সংবাদ