কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি
শেয়ার
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি
সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন
স্বাধীনতার ৫৪ বছর পর কলকিহারাবাসী পেল কাঠের ব্রিজ

স্বাধীনতার ৫৪ বছর পর কলকিহারাবাসী পেল কাঠের ব্রিজ

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় চারজন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একই সঙ্গে সংগঠনে থাকা দায়িত্ব থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্যসচিব তালহা জুবায়ের নাবিল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মিরসরাইয়ে বিএনপির কমিটি বিলুপ্ত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মিরসরাইয়ে বিএনপির কমিটি বিলুপ্ত
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির ৩টি ইউনিটের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউনিটগুলো হলো- মিরসরাই উপজেলা আহবায়ক কমিটি, মিরসরাই পৌরসভা আহবায়ক কমিটি ও বারইয়ারহাট পৌরসভা আহবায়ক কমিটি। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ শাহীদুল ইসলাম চৌধুরীকে আহবায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ ছাড়া দিদারুল আলম মিয়াজীকে আহবায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব করে বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং মহিউদ্দিনকে আহবায়ক ও জাহিদ হুসাইনকে সদস্য সচিব করে মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়।

সদ্য বিলুপ্ত মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমাদের কমিটির নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারবিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা হয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আমরা সফল হয়েছি। এখন দলের স্বার্থে সাংগঠনিক যেকোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই।

 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার জানান, দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনটি আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তিনটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

মন্তব্য

আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আ. লীগ সমর্থিত ৫ চেয়ারম্যান জেলহাজতে

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আ. লীগ সমর্থিত ৫ চেয়ারম্যান জেলহাজতে
সংগৃহীত ছবি

চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে এসে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৫ চেয়ারম্যানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ শামছুন্নাহারের আদালতে চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত এই ৫ চেয়ারম্যান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই ৫ চেয়ারম্যান হলেন- শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারী, মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, হানারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢী এবং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

উল্লেখ্য, ৫ চেয়ারম্যান এর আগে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অগ্রিম জামিনে ছিলেন। সেই জামিনের সময় শেষ হয় মঙ্গলবার। এরপরই জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

প্রসঙ্গত, গতবছরের জুলাই আন্দোলনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই সব মামলায় এই ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও জড়িত রয়েছেন। এমন তথ্য জানিয়েছেন, চাঁদপুর জজ আদালতের পিপি কোহিনূর রশিদ। 

মন্তব্য

‘তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা নিরাপদ’

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
শেয়ার
‘তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা নিরাপদ’
ছবি: কালের কণ্ঠ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেছেন, দিন দিন বিএনপির প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। কারণ তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব শক্তিশালী ও সুদৃঢ় হবে।

বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেশে এনে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন করাবে। গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকার পার্শ্ববর্তী দেশের সঙ্গে আঁতাত করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলীন করেছে।

তাই দেশের স্বাধীনতা রক্ষা করতে তারেক রহমানের হাতকে বিশ্বাস করতে হবে।

এসময় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তা নির্বাপণ করা সম্ভব হচ্ছে না। সব বিশৃঙ্খলা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই সমাধান করা সম্ভব।

তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারকে আহ্বান করেন তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রামের তৈলারদ্বীপ এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জকুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুকের সঞ্চালনায় সাবেক এমপিপুত্র শাহীন জামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতার নবী চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে ইকবাল করিম শিফু, মাসুদুল আলম, আব্দুর রহিম বাঙালি, মোহাম্মদ জাফর, আবদুল জলিল, মো. নুর আলী, মো. ফরিদ, আহমদ নুর, যুবদল নেতা রাশেদ আহমদ, নুরুল কবির, মো. লোকমান, মো. নিজাম প্রমুখ বক্তব্য রাখেন।

এদিন অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

ফরিদপুরে হোটেল-রেস্তোরাঁয় মিলছে পচা-বাসি খাবার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে হোটেল-রেস্তোরাঁয় মিলছে পচা-বাসি খাবার
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরে রমজান মাসে হোটেল-রেস্তোরাঁয় সামনের সারিতে সাজিয়ে রাখা হয়েছে ইফতার সামগ্রী। সারি সারি পসরা দেখে লোভনীয় হয়ে পড়ে ভোক্তারা। এসব পসরার মধ্যে রয়েছে জিলাপিসহ বিভিন্ন খাবার সামগ্রী। রং বেরঙের পসরার মধ্যে বাসি-পচা খাবারের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের কয়েকটি রেস্তোরাঁ ও মিষ্টিপট্টিতে অভিযানে নেতৃত্ব দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি। অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে শহরের প্রতিটি রেস্তোরাঁয় সামনে সারি সারিভাবে সাজানো রাখা হয়েছে শাহী জিলাপিসহ বিভিন্ন পসরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি নিরাপদ খাদ্য কার্যালয় অভিযান পরিচালনা করেন।

 

এ সময় শহরের নিউমার্কেট সংলগ্ন সুলতানি ভোজ নামক হোটেলের ফ্রিজে পচা খাদ্যসামগ্রী পাওয়া যায়। এ ছাড়া আরো কয়েকটি হোটেল মিষ্টির দোকানে পচা-বাসিসহ খতিকারক খাদ্যসামগ্রী পায় অভিযানকারী দল। 

এ ছাড়া ভেজাল তেলে শাহী জিলাপি তৈরি করা হচ্ছে মর্মে তাৎক্ষণিক পরীক্ষায় প্রমাণ পাওয়া যায়। খাদ্যে ভেজাল, জিলাপির তেলে ভেজাল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় দুটি মিষ্টান্ন ভান্ডার ও একটি রেস্তোরাঁয় খাদ্য নিরাপদ আইনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সতর্ক করা হয়েছে।

এর আগে গত ১২ মার্চ শহরের খন্দকার রেস্টুরেন্ট, নিউ স্টার কাবাব, খলিলের মিষ্টির দোকানে অভিযানে পচা-বাসি খাদ্যসামগ্রী পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়। অভিযানকালে খন্দকার হোটেল থেকে পচা মাংস ও বাসি শরবত জব্দ করা হয়।

এ ব্যাপারে জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ জানান, মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রমজান মাসে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হচ্ছে। আজ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে বাকি দুটিকে সতর্কতামূলক নোটিশ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ