ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

হিমাগারের সামনে আলুর ট্রাকের দীর্ঘ সারি

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
হিমাগারের সামনে আলুর ট্রাকের দীর্ঘ সারি
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর হিমাগারে আলু রাখতে গিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও কৃষকরা। তারা গরমে আলু নষ্টের আশঙ্কা করছেন। বাইরে ট্রাকের দীর্ঘ সারি নিয়ে অপেক্ষার কারণেই আলু নষ্টের এ আশঙ্কা তাদের।

হিমাগার কর্তৃপক্ষ বলছে, অধিক ফলন ও একইসঙ্গে সবাই আলু নিয়ে আসার কারণে এ বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে ৬০ হাজারের বেশি বস্তা আলু হিমাগারে নেওয়া হয়েছে। এখনো যারা অপেক্ষমান রয়েছেন তাদের আলুও নেওয়া হবে।

জানা গেছে, নিয়ম অনুযায়ী হিমাগারে আলু রাখার জন্য প্রতিবছর ডিসেম্বর ও জানুয়ারিতে বুকিং দিতে হয়। আলু রাখার মৌসুম মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত।

ফরিদপুর ছাড়াও এ হিমাগারে আলু সংরক্ষণ করেন গোপালগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর ও রাজশাহী অঞ্চলের আলু ব্যবসায়ী ও কৃষকরা।

আলু ছাড়াও ফল ব্যবসায়ীরা সারা বছরই কিছুদিনের জন্য বিভিন্ন ফল সংরক্ষণ করেন। সুবিধামতো সময়ে আবার কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু ও ফল বিক্রির জন্য নিয়ে যান।

হিমাগার কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে গোয়ালচামট এলাকায় ব্যক্তি মালিকানাধীন ১৯৯৫ সালে ‘ফরিদপুর হিমাগার লিমিটেড’ নামে হিমাগারটি প্রতিষ্ঠিত হয়।

এই হিমাগারটির ধারণক্ষমতা রয়েছে ১ লক্ষ ৫০ হাজার বস্তা। প্রতি বস্তায় ৬০ কেজি করে আলু রাখতে হয়। নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায়ীরা বস্তাপ্রতি ৪০৫ টাকা হারে ভাড়া প্রদান করেন।

সোমবার (১৭ মার্চ) বিকেলে হিমাগার ঘুরে দেখা যায়, ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে হিমাগার ফটকের সামনে ট্রাক্টর, ভটভটি, ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে আলু নিয়ে এসেছেন ব্যবসায়ী ও কৃৃষকরা। হিমাগারে রাখার জন্য সেখানে যানবাহনের দীর্ঘ সারি।

কেউ কেউ তিন থেকে পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করছেন। আগতদের অধিকাংশ উত্তরবঙ্গের জেলাগুলো থেকে এসেছেন। পাঁচ-ছয়দিন ধরে অপেক্ষা করেও আলু সংরক্ষণ করতে না পেরে হতাশায় পড়ছেন তারা।

এ বছর বুকিং দিয়েও আলু রাখতে পারছেন না বলে অভিযোগ করেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তাদের আশঙ্কা, প্রচণ্ড গরমে ট্রাকবোঝাই আলু নিয়ে দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় নষ্ট হতে পারে ট্রাকে রাখা আলু।

ফরিদপুর হিমাগারে আলু রাখার জন্য ঠাকুরগাঁও জেলা থেকে আসা সেলিম মোল্লা নামে এক ব্যক্তি বলেন, ‘পাঁচদিন আগে ১৩ টন আলু নিয়ে ফরিদপুর এসেছি। অপেক্ষা করতে করতে এখন ক্লান্ত হয়ে পড়েছি। এখন ভয় পাচ্ছি ট্রাকে রাখা আলু প্রচণ্ড গরমে পচন না ধরে যায়।’

ফরিদপুর হিমাগারের ম্যানেজার রুস্তুম মোল্লা জানান, ব্যবসায়ী ও কৃষকরা বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এখানে আলু সংরক্ষণ করেন। আলু ছাড়াও ফল ব্যবসায়ীরা সারা বছরই অল্পদিনের জন্য বিভিন্ন ফল সংরক্ষণ করে রাখেন। সুবিধামতো সময়ে আবার কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু ও ফল বিক্রির জন্য নিয়ে যান।

তিনি বলেন, ‘আমাদের আনলোডের শ্রমিক সংখ্যা কম। যে কারণে দূর থেকে আসা ট্রাকগুলো থেকে আমরা পর্যাপ্ত আলু আনলোড করতে পারছি না। তবে আশা করছি, আগামী ৪-৫ দিনের মধ্যে যে গাড়িগুলো অপেক্ষায় রয়েছে সেগুলো আমরা সংরক্ষণ করতে পারব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ফরিদপুরে হোটেল-রেস্তোরাঁয় মিলছে পচা-বাসি খাবার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে হোটেল-রেস্তোরাঁয় মিলছে পচা-বাসি খাবার
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরে রমজান মাসে হোটেল-রেস্তোরাঁয় সামনের সারিতে সাজিয়ে রাখা হয়েছে ইফতার সামগ্রী। সারি সারি পসরা দেখে লোভনীয় হয়ে পড়ে ভোক্তারা। এসব পসরার মধ্যে রয়েছে জিলাপিসহ বিভিন্ন খাবার সামগ্রী। রং বেরঙের পসরার মধ্যে বাসি-পচা খাবারের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের কয়েকটি রেস্তোরাঁ ও মিষ্টিপট্টিতে অভিযানে নেতৃত্ব দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি। অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে শহরের প্রতিটি রেস্তোরাঁয় সামনে সারি সারিভাবে সাজানো রাখা হয়েছে শাহী জিলাপিসহ বিভিন্ন পসরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি নিরাপদ খাদ্য কার্যালয় অভিযান পরিচালনা করেন।

 

এ সময় শহরের নিউমার্কেট সংলগ্ন সুলতানি ভোজ নামক হোটেলের ফ্রিজে পচা খাদ্যসামগ্রী পাওয়া যায়। এ ছাড়া আরো কয়েকটি হোটেল মিষ্টির দোকানে পচা-বাসিসহ খতিকারক খাদ্যসামগ্রী পায় অভিযানকারী দল। 

এ ছাড়া ভেজাল তেলে শাহী জিলাপি তৈরি করা হচ্ছে মর্মে তাৎক্ষণিক পরীক্ষায় প্রমাণ পাওয়া যায়। খাদ্যে ভেজাল, জিলাপির তেলে ভেজাল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় দুটি মিষ্টান্ন ভান্ডার ও একটি রেস্তোরাঁয় খাদ্য নিরাপদ আইনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সতর্ক করা হয়েছে।

এর আগে গত ১২ মার্চ শহরের খন্দকার রেস্টুরেন্ট, নিউ স্টার কাবাব, খলিলের মিষ্টির দোকানে অভিযানে পচা-বাসি খাদ্যসামগ্রী পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়। অভিযানকালে খন্দকার হোটেল থেকে পচা মাংস ও বাসি শরবত জব্দ করা হয়।

এ ব্যাপারে জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ জানান, মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রমজান মাসে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হচ্ছে। আজ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে বাকি দুটিকে সতর্কতামূলক নোটিশ করা হয়েছে।

মন্তব্য

বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
শেয়ার
বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর
প্রতীকী ছবি

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় সিয়াম (২০) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) টঙ্গীর বউ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

সিয়াম উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ভাটিরা গ্রামের মো. মুজাহিদের ছেলে তিনি।

 

রেলওয়ে সূত্র জানায়, সিয়াম উত্তরায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বউ বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় মারা যান তিনি।

আরো পড়ুন
মসজিদ থেকে টেনেহিঁচড়ে ৩ ভাইকে কুপিয়ে হত্যা : চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

মসজিদ থেকে টেনেহিঁচড়ে ৩ ভাইকে কুপিয়ে হত্যা : চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

নিহতের প্রতিবেশী আরিফ জানান, সিয়াম উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। তিনি পড়াশোনার পাশাপাশি পল ওয়েল মার্কেটের নীচ তলায় নিজেদের চশমার দোকানে বসতেন।

টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় এক যুবক মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

মসজিদ থেকে টেনেহিঁচড়ে ৩ ভাইকে কুপিয়ে হত্যা : চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
শেয়ার
মসজিদ থেকে টেনেহিঁচড়ে ৩ ভাইকে কুপিয়ে হত্যা : চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

মাদারীপুরে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত তাজেল হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তিনভাইসহ ৪ জন মারা গেলেন।

নিহতরা হলেন, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার, একই এলাকার মুজাম সরদারের ছেলে ও সাাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার এবং আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার ও প্রতিবেশী আওয়ামী লীগ নেতা শাজাহান খানের লোকজনের সঙ্গে। এরই জেরে গত ৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় শাজাহানের লোকজন। সাইফুলের চিৎকারে এগিয়ে আসেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে।

বাধা দেয়ায় আহত হয় অন্তত ৫ জনকে। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাঠানো হয় ঢাকা মেডিক্যালে। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার।
এরপর ঘটনার ১০দিন পর আজ ১৮ মার্চ সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রতিবেশি তাজেল হাওলাদার। এ নিয়ে প্রতিপক্ষের হামলায় ৪ জনের মৃত্যু হলো। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ ঢাকা মেডিক্যালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশি টহলও বাড়ানো হয়েছে। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

প্রাসঙ্গিক
মন্তব্য

ট্রাক ও ‘পাগলু’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ট্রাক ও ‘পাগলু’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে আলু বোঝাই ট্রাক ও তিন চাকার পাগলুর ‌‌‌(স্থানীয় নাম) মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন।

নিহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যানপাড়ার বাসিন্দা দিনা রাম রায়ের ছেলে জয়ন্ত (২৯) এবং আমিরুলের ছেলে আরফান (২৩)।

আহতরা হলেন মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)। তারা উভয়েই লাহেরী গ্রামের বাসিন্দা। আহত বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে আসছিল এ সময় বিপরীত দিক থেকে আসা ‘পাগলু’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয় এবং ‘পাগলু’তে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হন।

আরো পড়ুন
কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ