ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কর্তৃক নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসন-সম্পর্কিত বার্তা প্রচার ও রেফারেল সেবা প্রদানের লক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সচেতন ও সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই আলোচনা সভার মূল লক্ষ ও উদ্দেশ্য।
উক্ত আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেওয়ার আগে কি কি বিষয় বিবেচনা করতে হবে, অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারি নিয়ম মেনে নিরাপদে বিদেশ গমনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিসার মো. দেলোয়ার হোসেন ঢাকা জেলা ম্যানেজার ও ডেস্ক অফিসার সত্য প্রিয় আহমেদ পার্থ।
এসময় রোহিতপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন, রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা সরকার, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ব্যবসায়ী প্রতিনিধি মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় মসজিদের ইমাম, প্রবাস ফেরত নারী-পুরুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই সভায় আলোচিত বিষয়সমূহ স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রচারের প্রতিশ্রুতি দেন এবং সেই সঙ্গে তাদের এলাকায় মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সবাই মিলে কার্যকর ভূমিকা রাখবেন।