নিয়ামতপুরে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
নিয়ামতপুরে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহজামাল (৩৬) ও মো. আব্দুর রশিদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় শাহজামাল হোসেনকে উপজেলার নিয়ামতপুর উত্তর বাজার নিজ বাড়ি থেকে এবং আব্দুর রশিদকে উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন
রমজান মাসে রাসুল (সা.)-এর ইতিকাফ

রমজান মাসে রাসুল (সা.)-এর ইতিকাফ

 

গ্রেপ্তার শাহজামাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ীর মৃত নবীর উদ্দিনের ছেলে। আব্দুর রশিদ উপজেলার পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও উপজেলার পাড়ইল ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

আরো পড়ুন
দুই ‘ছাত্র উপদেষ্টার’ পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

দুই ‘ছাত্র উপদেষ্টার’ পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

 


 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঈম্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবরসহ ৩৭ জন ও অজ্ঞাত নামা আরো ২০০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে হাবিবুর রহমান ও নজরুল কাজিকে গ্রেপ্তার করা হয়। এই মামলার আসামি হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম ইতি, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর ইতি পূর্বে অন্য একটি হত্যা মামলায় ঢাকার গাজিপুরে আদালতে জামিন নিতে গেলে জামিন নামমঞ্জুর হলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মো. শাহজামাল ও আব্দুর রশিদ এই দুইজনই নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় অজ্ঞাতনামা আসামি। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘বিএনপি সরকার গঠন করলে গুম করা নেতাদের খুঁজে বের করবে’

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
শেয়ার
‘বিএনপি সরকার গঠন করলে গুম করা নেতাদের খুঁজে বের করবে’
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিগত ১৭ বছরে দেশটি নষ্ট হয়ে পড়েছে। এসময় যারা ক্ষমতায় ছিল, তারা উন্নয়নের একটি মেরামতের কাজও করতে পারেনি। তারা জনগণের কথা চিন্তা না করে নিজেরা লুটপাটে ব্যস্ত ছিল।

তিনি আরো বলেন, ‘গণমানুষের নেতা এম ইলিয়াস আলীসহ সব গুম করা নেতাদের ফেরত চেয়ে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করেছি।

কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। আমরা আশবাদী গুমকৃতদের ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং তাদের অবস্থা সুস্পষ্ট করবেন। তারপরও যদি সেটা না হয় তাহলে আমরা আশা করব বিএনপি সরকার গঠন করলে অবশ্যই গুম করা নেতাদের খুঁজে বের করা হবে।’

তিনি বুধবার (১৯ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আর্চায্য, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, জেলা উলামা দলের আহবায়ক নূরুল হক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছোট মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

রাতে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, সকালে মিলল লাশ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
রাতে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, সকালে মিলল লাশ
সংগৃহীত ছবি

‘থানা থেকে বলছি, তোমার নামে মামলা হয়েছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লাখ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ি থেকে ধরে আনবে’ এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর সকালে গ্রামের ড্রেনে পাওয়া গেছে সেই ব্যক্তির মরদেহ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।

মৃত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম। তিনি সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত সদস্য। গত ১৬ মার্চ তার মরদেহ পাওয়া যায়। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার সন্ধ্যায়।

মরদেহ উদ্ধারের পর ১৭ মার্চ কালীগঞ্জ থানায় পরিবারের সদস্যরা অভিযোগ দিলেও পুলিশ ভিন্ন কথা বলছে। পুলিশ বলছে, অভিযোগটি দেওয়ার পরই আবার ফেরত নিয়ে গেছে। আর চাঁদার বিষয়ে পুলিশ বলছে, একটি প্রতারক চক্র ঈদ সামনে রেখে বিভিন্ন কৌশলে চাঁদা চেয়ে মানুষকে হয়রানি করছে।

আমিনুলের মেয়ে আফরোজা খাতুন অভিযোগ করে বলেন, গত ১৫ মার্চ রাত ১০টা ২ মিনিটে আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইলে ০১৩১৪-৮৯২০২১ নম্বর থেকে কল আসে।

মোবাইলের অপর প্রান্ত থেকে বলে আমি থানার পুলিশ বলছি। আপনার নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি তাকে গালাগাল, হুমকি-ধমকিসহ বাড়ি থেকে তুলে নিয়ে যেতে চায়।

তিনি আরো বলেন, ‘এ ঘটনা পরিবারকে জানিয়ে আমার বাবা রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান।

রাতে তিনি আর ফিরে আসেনি। পরের দিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্যে মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত চাঁদাবাজদের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন আমিনুল।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ওই ইউপি সদস্যের স্বজনরা থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। কিছু সময় পরে আবার অভিযোগটি নিয়ে গেছেন।’

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, ‘হয়তো কোনো প্রতারক চক্র এমন ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

মন্তব্য

সুষ্ঠু নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
সুষ্ঠু নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : শামা ওবায়েদ
ছবি: কালের কণ্ঠ

যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া-ঠেনঠেনিয়া ফাজিল মাদরাসার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, আমরা হাসিনামুক্ত বাংলাদেশ পেয়েছি। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছেন।

তবে আওয়ামী লীগের কিছু লোক বিএনপিতে ঢুকে ভাইয়ে-ভাইয়ে গণ্ডগোল লাগাইতেছে। এই ষড়যন্ত্র সবাইকে বুঝতে হবে। তাই সতর্ক থাকতে হবে। এখন সময় দল গোছানোর।
মারামারি-হানাহানি বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আগামীকাল যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

তিনি আরো বলেন, এখন দেশে আইনের শাসন নাই।

নারীরা নিরাপদ না। চুরি-ডাকাতি বেড়ে গেছে। অর্থনীতির অবস্থা ভালো না। সিন্ডিকেটের জন্য জিনিসপত্রের দাম কমতেছে না। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, যত তারাতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি সংসদ হবে। সংসদের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে।

স্থানীয় বিএনপি নেতা হাজী সোবহানের সভাপতিত্বে ও সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা মো. জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. এজাজ, শাহিন মাতুব্বর, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, যুবদল নেতা এনায়েত প্রমুখ। 

পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

মন্তব্য

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
শেয়ার
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেপ্তার
গ্রেপ্তার সাদ্দাম হোসেন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বজলার রহমান বলেন, ‘সাদ্দামকে রংপুর থেকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে আনা হয়েছে।

তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। সেইসঙ্গে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ