<p style="text-align:justify">বান্দরবানের আলীকদমে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) আলীকদম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া পাড়ায় এ ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পালিত গরু ও বাচ্চাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কয়েকবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো. মুসা (২৮) নামের আপন বড় ভাই ছোট নুরুল আবছার মামুনের (২২) কানে কাঁমড়সহ উপর্যুপরি আঘাত করে। এসময় কান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তাকে আশঙ্কাজনক অবস্থায় পরিবারে অন্যান্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতির হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় ছোট ভাই নুরুল আবছার মামুন মৃত্যু বরণ করে। ঘটনার পর পরেই বড় ভাই মো. মুসা পলাতক রয়েছে।</p> <p style="text-align:justify">আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দীন নয়াপাড়া এলাকায় ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।<br />  </p>