<p>বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা ও বেসরকারি উন্নয়ন সংস্থা নাসার (ন্যাচার সার্ভিস অ্যাসোসিয়েশন) যৌথ উদ্যোগে এবং আইডা ফাউন্ডেশনের সহযোগিতায় বছরব্যাপী গাছের চারা বিতরণী কর্মসূচির সমাপ্তি হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্রদের মাঝে ২২৫টি গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির শেষ হয়। </p> <p>রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, সহকারী শিক্ষক আরাফাত আহম্মদ উপস্থিত থেকে ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করেন। </p> <p>এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন আইডা ফাউন্ডেশনে অন্যতম প্রতিনিধি খন্দকার নাসরিন হাসান ও রওশন আরা। গাছের চারা রোপণ এবং এর উপকারিতা নিয়ে আলোচনা করেন নাসার নির্বাহী পরিচালক মনিরুজ্জান সোহেল।</p> <p>রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী কালেক্টরেট স্কুল ও একটি মাদরাসাসহ বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সহস্রাধিক ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।</p>