<p style="text-align:justify">ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। ফ্যাসিবাদীব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে জুলাই বিপ্লব ঘোষণার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।</p> <p style="text-align:justify">আজ সোমবার বিকেল পৌনে ৪টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এই ছাত্র সমাবেশ শুরু হয়।</p> <p style="text-align:justify">এর আগে দুপুর ২টা থেকে ছাত্র আন্দোলনের কর্মী-সমর্থকরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।</p> <p style="text-align:justify">ছাত্র সমাবেশের মঞ্চে বিকেল ৪টায় উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসিব আল ইসলাম, আশরেফা প্রমুখ।</p> <p style="text-align:justify">বিকেল সাড়ে ৪টায় আন্দোলনে নিহত পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মঞ্চ থেকে নেমে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।</p>