<p>ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় মাওবাদীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে আট পুলিশ সদস্য ও একজন গাড়িচালক নিহত হয়েছেন। তারা একটি অভিযান শেষে ফেরার সময় বাস্তার অঞ্চলের কুতরুতে স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া ২টার দিকে এই বিস্ফোরণ হয়।</p> <p>এর আগে সকালে নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে, যাদের মধ্যে দুই নারীও ছিলেন। অভিযান থেকে একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযান থেকেই ফিরে আসার সময় পুলিশ সদস্যরা হামলার শিকার হন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গুজরাটে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736072308-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গুজরাটে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/05/1465228" target="_blank"> </a></div> </div> <p>নিহত আট পুলিশ সদস্য ছিলেন জেলা রিজার্ভ গার্ডের সদস্য, যা ছত্তিশগড়ে মাওবাদীদের মোকাবেলার জন্য একটি বিশেষায়িত পুলিশ ইউনিট। হামলাস্থলের ছবি থেকে বিস্ফোরণের তীব্রতা বোঝা যায়, যেখানে একটি বিশাল গর্ত দেখা গেছে।</p> <p>মাওবাদীদের এই হামলা এমন এক সময় ঘটল, যখন নিরাপত্তা বাহিনী দেশটির মাওবাদী প্রভাবিত এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বিদ্রোহীদের কোণঠাসা করতে সক্ষম হয়েছে।</p> <p>এদিকে বিজাপুরের বাস্তার থেকে বিজেপি সংসদ সদস্য মহেশ কাশ্যপ এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাওবাদীদের নির্মূল করছে। তাই তারা হতাশ হয়ে এই দুর্ভাগ্যজনক হামলা চালিয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভারতের সরকার ২০২৬ সালের মধ্যে বাস্তার থেকে মাওবাদীদের উৎখাত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।</p> <p>সূত্র : এনডিটিভি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জম্মু-কাশ্মীরে ট্রাক খাদে পড়ে ৪ সেনা নিহত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1736005484-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জম্মু-কাশ্মীরে ট্রাক খাদে পড়ে ৪ সেনা নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/04/1464933" target="_blank"> </a></div> </div>