<p>ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় দেড় গুণ বন্দি অবস্থান করছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অসংখ্য মামলা হয়। তার কয়েক দিন পর থেকে পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গ্রেপ্তার অভিযান শুরু হওয়ায় প্রতিদিনই নতুন নতুন বন্দি আসছে জেলা কারাগারে। ফলে মাত্রাতিরিক্ত চাপে বিপর্যয় ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।</p> <p>কারাগারে খাবার সংকট না থাকলেও অতিরিক্ত বন্দি থাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন সম্প্রতি জামিনপ্রাপ্ত কয়েকজন। জেলাব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের মুখে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা এখন ভয়ে বাড়িছাড়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাহফিল চলাকালে হঠাৎ এয়ার গানের গুলি, আহত ২" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736161089-49c140f4ea25640ec6a42d294ef333d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাহফিল চলাকালে হঠাৎ এয়ার গানের গুলি, আহত ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465648" target="_blank"> </a></div> </div> <p>আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা কারাগারের প্রধান ফটকের সামনে গিয়ে দেখা যায়, কয়েকজন বন্দি বসে আছেন। তারা অভিযোগ করে বলেন, ক্যান্টিনে খাবারের দাম অনেক বেশি নিলেও মান তেমন একটা ভালো না। শৌচাগার ও গোসলখানার অবস্থা খুবই নিম্নমানের। বন্দির সংখ্যা বেশি হওয়ায় আমাদের অনেক অসুবিধা পোহাতে হয়েছে।</p> <p>কারাগার সূত্রে জানা যায়, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর থেকে বন্দি বাড়তে থাকে। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত ঝিনাইদহ জেলা কারাগারে মোট বন্দির সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জন। কারাগারটিতে নেই নিজস্ব কোনো চিকিৎসক ও অ্যাম্বুলেন্স। বন্দিরা অসুস্থ হয়ে পড়লে তাদের তিন কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে নিতে হয়। রয়েছে পর্যাপ্ত জনবলেরও সংকট।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘রাগ করে কি করব বলেন! আল্লাহর কাছে বলি’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736151034-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘রাগ করে কি করব বলেন! আল্লাহর কাছে বলি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465607" target="_blank"> </a></div> </div> <p>কারাগারের জেল সুপার বিকাশ রায়হান কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের কারাগারটি ৩৮২ জন বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন। অথচ কারাগারে বন্দি আছে ৬২৭ জন। অতিরিক্ত ২৪৫ জন বন্দি রয়েছে কারাগারে। অতিরিক্ত বন্দি থাকলেও এখানে কোনো অসুবিধা হচ্ছে না। বন্দিদের খাবারসহ যাবতীয় সমস্যা বিধি মোতাবেক সমাধান করা হচ্ছে। নতুন বন্দি কারাগারে আসার পর তাদের জন্য সরকারিভাবে খাবারের বরাদ্দ থাকছে। চিকিৎসার সংকট রয়েছে সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’</p> <p>জামিনে কারামুক্ত ব্যক্তিরা অভিযোগ করে বলেন, কারা ক্যান্টিনে খাবারের অতিরিক্ত দাম নিলেও মান ভালো না। ক্যান্টিন থেকে খাবার কিনতে নানা রকমের সমস্যায় পড়তে হয় তাদের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর ব্যাবসায়িক পার্টনার সুমন গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736145042-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর ব্যাবসায়িক পার্টনার সুমন গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465583" target="_blank"> </a></div> </div> <p>জেল সুপার বলেন, ‘সারা দেশের কারাগারগুলোতে যে নিয়মে ক্যান্টিন পরিচালনা করা হয় এখানেও সেই নিয়মেই চলে। কারা ক্যান্টিন পরিচালনার জন্য একটি কমিটি আছে। সেই কমিটিতে জেল সুপারসহ কারা কর্মকর্তারা রয়েছেন। মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ক্যান্টিন পরিচালিত হচ্ছে।’</p> <p>জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, ‘বর্তমান সময়ে কারাগার মানেই শাস্তির জায়গা নয়। কারাগার হচ্ছে সংশোধনাগার। কারাগারে যেহেতু বন্দির সংখ্যা ধারণ ক্ষমতার অনেক বেশি। সেজন্য বন্দিদের অসুবিধা হবে এটাই স্বাভাবিক। অর্থাৎ একজন বন্দি আগে যতটুকু সুযোগ সুবিধা পেতো, এখন সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।’</p>