<p>বর্তমান সময়ে সবারই চুল পড়ার সমস্যা রয়েছে। কখনো দেহে পুষ্টির অভাব, কখনো অযত্নের কারণে চুল পড়া বাড়ে। আবার অনেক সময় জিনগত সমস্যার কারণেও চুল পড়ার সমস্যা দেখা দেয়। ছেলেদের ক্ষেত্রে এই সমস্যা খুব স্বাভাবিক। চুল পড়তে পড়তে টাক উঁকি দেয় মাথায়। এটা কারোই ভালো লাগে না। এই সমস্যা দূর করতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট না করিয়ে টমেটোর সাহায্য নিন। </p> <p><strong>টমেটোর রস নতুন চুল গজাতে সাহায্য করে</strong></p> <p>টমেটোর রসের মধ্যে ভিটামিন সি, লাইকোপেন, ভিটামিন এ, বায়োটিন, জিংকের মতো পুষ্টি রয়েছে। এগুলো চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলের সমস্যা দূর করে। এ ছাড়া টমেটোর রসে কিছু প্রাকৃতিক অ্যাসিড রয়েছে, যা স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পাশাপাশি খুশকিও দূর করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে উপায়ে গাঢ় করবেন মেহেদির রং" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735659253-7de1b55a220976ac068d50e3c1f28560.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে উপায়ে গাঢ় করবেন মেহেদির রং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/31/1463456" target="_blank"> </a></div> </div> <p><strong>যেভাবে ব্যবহার করবেন</strong></p> <p><strong>স্ক্যাল্প ম্যাসাজ : </strong>২-৩ চামচ টমেটোর রস নিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। সার্কুলার মোশনে মালিশ করবেন। এর পর ৩০ মিনিট অপেক্ষা করুন। হাল্কা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুই বার টমেটোর রস মাথায় মাখলে উপকার পাবেন। এতেই মাথায় নতুন চুল গজাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টমেটো কেন খাবেন? এর পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা কী?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/08/1733656254-8df7b73a7820f4aef47864f2a6c5fccf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টমেটো কেন খাবেন? এর পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/08/1455253" target="_blank"> </a></div> </div> <p><strong>টমেটো ও অ্যালোভেরার মাস্ক :</strong> ২ চামচ টমেটোর রসের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এর পর ৪৫ মিনিট অপেক্ষা করুন। অ্যালোভেরা জেল স্ক্যাল্পের প্রদাহ কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।</p> <p><strong>টমেটোর রস ও নারকেল তেল :</strong> ২ চামচ টমেটোর রসের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। নারকেল তেল আগে অল্প গরম করে নিন। এ বার মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে মালিশ করুন। এই কাজটা করতে হবে রাতে। মাথায় টমেটোর রস ও নারকেল তেল মালিশ করে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। নারকেল তেল চুলকে পুষ্টি জোগায়। এই মিশ্রণটি সপ্তাহে দুই বার ব্যবহার করলেই দুর্দান্ত ফল পাবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে গর্ভবতী নারীদের সতর্কতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/01/1735720306-9d14750628dca91091ad0fd0fb478ee6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে গর্ভবতী নারীদের সতর্কতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/01/1463727" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : এই সময়</p>