<p style="text-align:justify">প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। এই ধারাবাহিকতায় আজ সোমবার পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরিব ও দুস্থ শীতার্তদের মধ্যে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিপুল শীতবস্ত্র বিতরণ করা হয়। </p> <p style="text-align:justify">বাংলাদেশের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীন ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প এসব শীতবস্ত্র বিতরণ করে।</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এ ছাড়া উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা।</p> <p style="text-align:justify">সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে আনন্দিত সাধারণ নারী পুরুষ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।</p> <p style="text-align:justify">কম্বল পেয়ে ষাটোর্ধ্ব মনির উদ্দিন বলেন, ‘এবার শীতের তীব্রতা অনেক বেশি। সেই তুলনায় সরকারি-বেসরকারি পর্যায়ে বরাদ্দ অনেক কম। সেনাবাহিনী কনকনে শীতে দুস্থদের জন্য কম্বল নিয়ে পাশে দাঁড়াল। আমরা তাদের সব সময় এভাবেই পাশে চাই।’</p>